দুনিয়াজোড়া কোটি কোটি ব্যবহারকারীর কাছে বিদায় জানিয়ে বন্ধ হয়ে গেল দুনিয়ার বৃহত্তম মেটা সার্চ ইঞ্জিন টরেন্টজ ডট ইইউ। এই ইঞ্জিন কোনও নিজস্ব টরেন্ট হোস্ট না করলেও পাইরেট বে সহ অন্যান্য সাইটের সঙ্গে সংযোগ করে দিত। শুক্রবার হঠাৎ-ই বন্ধ হয়ে গেল এই সার্চ ইঞ্জিন। ২০০৩ সালে যাত্রা শুরু করেছিল এই মেটা সার্চ ইঞ্জিন। ১৩ বছরের এই যাত্রাপথ শেষ হওয়া এক যুগান্তেরই সামিল।
টরেন্টজ-এর ওয়েবসাইটের প্রথম পাতাটি স্বাভাবিক দেখালেও ভেতরে ঢুকলে দেখা যাবে কোনও লিঙ্ক নেই। সাইটে নিজেদের সম্পর্কে যা বক্তব্য আছে, সেগুলিও অতীতের ঘটনা হিসেবে লেখা। ব্যবহারকারীদের উদ্দেশে কর্তৃপক্ষ বলেছেন, “Torrentz will always love you. Farewell.”
টরেন্টজ ডট ইইউ এবং কিকঅ্যাস টরেন্টস, টরেন্ট সম্প্রদায়ের দুই বৃহত্তম সাইট তিন সপ্তাহের মধ্যে বন্ধ হওয়ায় ব্যবহারকারীদের এখন নতুন আশ্রয় খুঁজে নিতে হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।