বিদেশ
রাশিয়ার করোনা ভ্যাকসিনের ট্রায়াল সফল, দাবি বিজ্ঞানীদের

খবরঅনলাইন ডেস্ক: তা হলে কি বিশ্বের প্রথম করোনা টিকা রাশিয়ার (Russia) হাত ধরেই আসতে চলেছে? সে দেশের সেচনেভ বিশ্ববিদ্যালয়ের (Sechnov University) গবেষকরা যা দাবি করেছেন, তাতে সে রকমই একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গবেষকদের দাবি, মানবদেহে টিকা প্রয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে তারা। প্রথম যে দলটির় উপরে পরীক্ষামূলক ভাবে টিকা প্রয়োগ করা হয়েছিল, তাঁরা আগামী বুধবার ছাড়া পাবেন। আর দ্বিতীয় দল ছাড়া পাবে ২০ জুলাই।
বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, কার্যকারিতার প্রশ্নে ওই টিকা ইতিবাচক ও নিরাপদ। খুব দ্রুত ওই টিকা বাজারে আনার কথাও ভাবছে তারা।
সে দেশের সংবাদপত্র ‘স্পুটনিক’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে নলা হয়েছে যে গামালেই ইনস্টিটিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি করোনার এই ভ্যাকসিনটি তৈরি করেছে।
গত ১৮ জুন সেচেনভ বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে তারাই স্বেচ্ছাসেবকদের উপরে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করল বলে দাবি।
সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিক্যাল প্যারাসাইটোলজি, ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বর্ন ডিজিসেস-এর ডিরেক্টর অ্যালেক্সজান্দ্রা লুকাসেভ জানিয়েছেন, “ট্রায়ালের এই পর্যায়ের মূল লক্ষ্য ছিল মানবশরীরে এই ভ্যাকসিন কতটা নিরাপদ তা খতিয়ে দেখা। এই পরীক্ষা সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।”
উল্লেখ্য, রাশিয়া ছাড়া এই মুহূর্তে টিকা তৈরির তৃতীয় অর্থাৎ শেষ ধাপে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। তবে তাদের দাবি, অক্টোবরের আগে বাজারে ওই টিকা ছাড়া সম্ভব নয়। ফলে ভারতের হাতে সেই টিকা আসতে আসতে ২০২১-এর জানুয়ারি হয়ে যাবে।
টিকা-যুদ্ধে সর্বপ্রথম জয় কার হয় এখন সেটাই দেখার।
বিদেশ
আশা, ঐক্য আর আলোর নতুন কাহিনি লিখবে আমেরিকা, শপথ নিয়ে বললেন জো বাইডেন
নতুন প্রেসিডেন্ট বলেন, “আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব।”

খবরঅনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) ৪৬তম প্রেসিডেন্ট (46th President) হয়ে ঐক্যের ডাক দিলেন জো বাইডেন (Joe Biden)। মার্কিন সমাজে যে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে তাতে সেতু রচনা করা এবং অভ্যন্তরীণ উগ্রপন্থাকে পরাস্ত করার প্রতিশ্রুতি দিলেন তিনি।
হিমশীতল ঠান্ডার মধ্যেই বুধবারের সকালটা ছিল রোদ ঝলমলে। এই আবহাওয়ার মধ্যেই ক্যাপিটল বিল্ডিং-এ (Capitol Building) চলল নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথগ্রহণ পর্ব। ৬ জানুয়ারি এই ক্যাপিটল বিল্ডিং-এই হামলা চালিয়েছিল এক উন্মত্ত জনতা। উদ্দেশ্য ছিল, বাইডেনের জয়কে বানচাল করে দেওয়া।
প্রথমে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হলেন প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। কমলার পরে শপথ নেন বাইডেন। অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং কোভিড ১৯ অতিমারির কারণে ক্যাপিটল বিল্ডিং-এর ন্যাশনাল ম্যল ছিল কার্যত ফাঁকা।
প্রেসিডেন্ট হিসাবে প্রথম ভাষণ
তাঁর শপথ অনুষ্ঠানের পরে ন্যাশনাল ম্যলে বাইডেন বলেন, “গণতন্ত্র মহামূল্যবান, গণতন্ত্র ভঙ্গুর, এবং এই সময়ে, বন্ধুগণ, গণতন্ত্রেরই জয় হয়েছে।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এখন লাল লড়ছে নীলের বিরুদ্ধে, গ্রামের সঙ্গে শহরের লড়াই হচ্ছে, চরমপন্থীদের সঙ্গে লড়াই চলছে উদারপন্থীদের। এই অশোভন যুদ্ধের অবসান ঘটাতে হবে। আমাদের হৃদয়কে কঠোর না করে আমরা যদি আমাদের অন্তরের মহত্বকে মেলে ধরি, আমরা যদি একটু সহনশীলতা দেখাই আর নিজেকে যদি অন্যের জায়গায় বসিয়ে সব কিছু বোঝার চেষ্টা করি, তা হলেই এই কাজ আমরা করতে পারব।”
“সবাই মিলে আমরা আমেরিকার একটা কাহিনি লিখব, যে কাহিনি হবে আশার, ভয়ের নয়, যে কাহিনি হবে ঐক্যের, বিভাজনের নয়, যে কাহিনি হবে আলোর, অন্ধকারের নয়। শোভনতা ও মর্যাদা, ভালোবাসা, আরোগ্য আর দয়ার কাহিনি”, বলেন নতুন প্রেসিডেন্ট।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেশের ১৫২ বছরের ঐতিহ্য ভেঙে তাঁর উত্তরাধিকারের অভিষেক অনুষ্ঠানে গরহাজির থাকলেন। তিনি তাঁর চার বছরের রাজত্বকালে মার্কিন সমাজে গভীর মেরুকরণের সৃষ্টি করেছেন। ট্রাম্পের সমর্থকদের প্রতিও আবেদন জানালেন জো বাইডেন। প্রতিশ্রুতি দিলেন, তিনি সব পক্ষের কথা শুনবেন। বললেন, “আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব।”
বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট
৭৮ বছরের জো বাইডেন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট এবং দ্বিতীয় রোমান ক্যাথলিক প্রেসিডেন্ট।
বারাক ওবামার সময়ের ভাইস প্রেসিডেন্ট বাইডেন ১৯৮৭ সালেও মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন।
ভারতীয় ও জ্যামাইকান অভিবাসীর কন্যা কমলা হ্যারিস হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পদাধিকারী প্রথম মহিলা এবং দেশের ‘নাম্বার টু’ হিসাবে প্রথম অশ্বেতাঙ্গ। তাঁকে এবং তাঁর স্বামী ডাউগ এমহফকে (আমেরিকার প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’) এসকর্ট করে শপথ অনুষ্ঠানে নিয়ে আসেন কৃষাঙ্গ পুলিশ অফিসার ইউজিন গুডম্যান।
শপথ অনুষ্ঠান
বুধবার সকালে শপথ অনুষ্ঠানে বোমা নিয়ে হামলা হতে পারে বলে সুপ্রিম কোর্ট সতর্ক করেছিল। তাই সেন্ট্রাল ওয়াশিংটন এ দিন যেন এক সেনাশিবিরের চেহারা নিয়েছিল। ন্যাশনাল গার্ডের ২৫ হাজার রক্ষীকে মোতায়েন করা হয়েছিল। কোভিড অতিমারির জন্য ন্যাশনাল ম্যলে সাধারণ মানুষের কার্যত প্রবেশাধিকার ছিল না। তার পরিবর্তে গোটা ম্যল জুড়ে দু’ লক্ষ পতাকা পোঁতা হয়েছিল।
ট্রাম্পের চার বছরের শাসনে যাঁদের দেখা যায়নি সেই মার্কিন তারকারা এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লেডি গাগা গাইলেন জাতীয় সংগীত। এ দিন সন্ধ্যায় নতুন প্রেসিডেন্টের টিভি অনুষ্ঠান করার জন্য উপস্থিত ছিলেন টম হ্যাঙ্কস। জেনিফার লোপেজ গাইলেন ‘দিস ল্যান্ড ইজ ইওর ল্যান্ড’। এই গানটিকে আমেরিকার ‘আনঅফিসিয়াল’ জাতীয় সংগীত হিসাবে গণ্য করা হয়।
প্রেসিডেন্ট হয়েই প্রথম কাজ
মার্কিন প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে অবিলম্বে প্রবেশ করবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তা-ই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াও আটকে দেবেন তিনি।
এ ছাড়াও কোভিড ১৯ মোকাবিলা, অভিবাসন, পরিবেশ এবং অর্থনীতিতে নতুন পথ দেখাবেন নতুন প্রেসিডেন্ট।
কোভিড ঠেকাতে টিকাকরণ কর্মসূচি অনেক বেশি প্রসারিত করার শপথ নিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, “রাজনীতিকে দূরে সরিয়ে এক রাষ্ট্র হিসাবে অতিমারির মোকাবিলা করব আমরা।”
মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশ থেকে মানুষের আগমনের উপরে যে নিষেধাজ্ঞা জারি করছিলেন ডোনাল্ড ট্রাম্প তা রদ করবেন বাইডেন। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ট্রাম্পের নির্দেশে মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার যে কাজ চলছে তা-ও থামিয়ে দেবেন বাইডেন।
আরও পড়ুন: অফিসে শেষ দিনে ডোনাল্ড ট্রাম্প বললেন, “বাইডেনের সাফল্যের জন্য প্রার্থনা করুন”
বিদেশ
তিন মাস ‘নিখোঁজ’ থাকার পর অবশেষে প্রকাশ্যে জ্যাক মা
যে রকম রহস্যজনক ভাবে মা নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তার থেকেও বেশি রহস্য বাড়িয়ে প্রকাশ্যে চলে এলেন তিনি।

খবরঅনলাইন ডেস্ক: ১০ অক্টোবর শেষ টুইট করেছিলেন তিনি। তার পর পুরোপুরি ‘উধাও’ হয়ে গিয়েছিলেন চিনের বিখ্যাত উদ্যোগপতি জ্যাক মা (Jack Ma)। অবশেষে তিন মাস পর ফের প্রকাশ্যে এলেন মা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামীণ এলাকার শিক্ষকদের উদ্দেশে বার্তা দিতে দেখা গেল তাঁকে।
গত বছর অক্টোবর মাসের পর খোঁজ পাওয়া যাচ্ছিল না ‘অ্যান্ট’ এবং ‘আলিবাবা’ সংস্থার মালিক মা-র। সারাদিনে একাধিক বিষয়ে টুইট করতে থাকা মা’র ১০ অক্টোবর থেকে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে বেশ রহস্য ঘনীভূত হয়।
বিষয়টি প্রথম নজরে আসে, যখন একটি টিভি শোয়ের বিচারক পদ থেকে মা-কে সরিয়ে অন্য আর এক বিচারককে আনা হয়। অনুষ্ঠানটি চূড়ান্ত পর্বের কোনো প্রচারেও দেখা যাচ্ছিল না মা-কে।
এর কিছু দিন আগেই চিন সরকার ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিষেবার সমালোচনা করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। শি চিনফিং সরকারের নিন্দা করায় তাঁর ওপরে খোদ চিনা প্রেসিডেন্ট রুষ্ট ছিলেন বলেন দাবি বেশ কিছু সংবাদমাধ্যমের।
চিনা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা হলেও চিনফিংয়ের সঙ্গে মা-য়ের দ্বন্দ্ব বহুদিনের। মা-য়ের নিখোঁজ রহস্য সেই জল্পনাই আরও উস্কে দেয়। এর পাশাপাশি চিনফিং সরকারের একাধিক নীতির সমালোচনা করে মা বলেন, দেশে বহু নিয়ম-কানুনের ফলে দেশের মানুষ দমবন্ধ হয়ে পড়েছে।
চিনের সবচেয়ে বিত্তশালী তো বটেই, গোটা বিশ্বের ২৫ জন ধনীর মধ্যে তিনি অন্যতম জ্যাক মা। মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি। কিন্তু চাঁচাছোলা ভাষায় চিনা সরকারের সমালোচনা করতে পিছপা হতেন না তিনি।
তবে সরকারের সমালোচনা করার পর মা-য়ের সংস্থা অ্যান্ট-কে আর্থিক নজরদারি সংস্থার কোপে পড়তে হয় বলেও খবর। এবং তার ঠিক পরেই চিনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা থেকে সরে যায় তাঁর নাম।
চিন-আমেরিকা দ্বন্দ্বের পরিস্থিতিতেও নিউ ইয়র্কের একটি হাসপাতালে কমপক্ষে দু’হাজার ভেন্টিলেটর দান করে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা কুড়িয়েছিলেন মা। মনে করা হচ্ছে বেজিং সেটাও ভালো চোখে দেখেনি। তবে যে রকম রহস্যজনক ভাবে মা নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তার থেকেও বেশি রহস্য বাড়িয়ে প্রকাশ্যে চলে এলেন তিনি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
আজ থেকে ছ’টি দেশে কভিডের টিকা পাঠাচ্ছে ভারত
বিদেশ
অফিসে শেষ দিনে ডোনাল্ড ট্রাম্প বললেন, “বাইডেনের সাফল্যের জন্য প্রার্থনা করুন”
প্রথম বার, পরবর্তী প্রশাসনের সাফল্য কামনা করলেন ট্রাম্প।

খবরঅনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট পদে নিজের শেষ দিন কিছুটা ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পর এই প্রথম বার, পরবর্তী প্রশাসনের সাফল্য কামনা করলেন তিনি। ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) জন্য জনগণকে প্রার্থনাও করতে বললেন ট্রাম্প।
বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন তিনি। তবে অতীতের ‘ট্র্যাডিশন’ পালটে বাইডেনের শপথানুষ্ঠানে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এমনকি ক্যাপিটল ভবনে তাঁর সমর্থকদের হামলা এবং বিদায়ের আগেই ইম্পিচ হওয়ার পর গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখাই মিলছিল না ডোনাল্ড ট্রাম্পের। অবশেষে এক ভিডিওবার্তায় নীরবতা ভেঙে বিদায়ী প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন।
গত বছর নভেম্বরে নির্বাচনের পর থেকেই বার বার ভোটে কারচুপির অভিযোগ তুলছিলেন ট্রাম্প। কোনো ভাবেই নিজের পরাজয় স্বীকার করেননি। ভোটের ফল বদলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টেও কড়া নেড়েছিলেন ট্রাম্প। এমনকি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।
কিন্তু তাঁর কোনো চেষ্টাই সফল হয়নি। মসনদ তাঁকে ছাড়তে হচ্ছেই। তবে এখনও পর্যন্ত ব্যক্তিগত ভাবে বাইডেনকে অভিনন্দন কিংবা প্রচলিত রীতি অনুযায়ী ওভাল অফিসে চায়ের নিমন্ত্রণ করেননি ট্রাম্প।
ওয়াশিংটন জুড়ে ব্যাপক প্রস্তুতি
এ দিকে, বাইডেনের শপথকে কেন্দ্র করে হোয়াইট হাউসের বাইরে ওয়াশিংটন শহরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে জনসাধারণের উপস্থিতিতে রাখা হয়েছে কড়াকড়ি। শহরের বিভিন্ন পয়েন্টে থাকবেন ন্যাশনাল গার্ডের সদস্যরা।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে যে হামলা হয়েছিল, ওই ধরনের হামলার আশঙ্কা এক্কেবারে দেওয়া হচ্ছে না। সেই জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সশস্ত্র সদস্যদের। নিরাপত্তা বিবেচনায় ‘সবুজ’ ও ‘লাল’ এই দুই ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন এলাকাকে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ভারতে সক্রিয় রোগী নামল দুই লক্ষের নীচে, কেরল বাদে বাকি দেশে আক্রান্ত ৭,৬৩৭
-
রাজ্য2 days ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
রাজ্য3 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
দেশ3 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
দেশ3 days ago
মাত্র ১৮ শতাংশ ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারেন, ৩৬ শতাংশ কমিয়ে দেবেন ব্যবহার: সমীক্ষা