বিদেশ
‘যা করতে হয় করুন’, পরাজয় প্রায় স্বীকারই করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প
নমনীয় হলেন ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর দলের জন্য বরাদ্দ অর্থ দ্রুত প্রকাশ করার নির্দেশ দিলেন তিনি

খবরঅনলাইন ডেস্ক: ভেবেছিলেন যে করেই হোক গদি আঁকড়ে পড়ে থাকবেন তিনি। কিন্তু যত দিন এগোল বুঝতে পারলেন সেটা সম্ভব নয়। ভোটে কারচুপি হয়েছে, তাঁর এই অভিযোগ বার বার খারিজ করে দিয়েছে সে দেশের নির্বাচন কমিশন। তাঁর সতীর্থদের অনেকেই বলছিলেন এ বার পরাজয় স্বীকার করার সময়ে এসে গিয়েছে তাঁর।
না, সরকারি ভাবে এখনও পরাজয় স্বীকার তিনি করেননি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সোমবার যে মন্তব্যটা করেছে সেটা প্রায় পরাজয় স্বীকার করে নেওয়ারই সমান।
জো বাইডেন (Joe Biden) এবং কমলা হ্যারিসের (Kamala Harris) ক্ষমতা হস্তান্তর দলের জন্য সরকারি বরাদ্দ আটকে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। আগামী জানুয়ারিতে পদে বসবেন বাইডেন, হ্যারিস। কিন্তু তার আগে ক্ষমতা হস্তান্তর যাতে মসৃণ হয়, সে কারণে একটি বিশেষ দল তৈরি করা হয়। বিদায়ী প্রশাসনই সেই দলের জন্য অর্থ বরাদ্দ করে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেটা আটকে দিয়েছিল।
কিন্তু এ বার নমনীয় হলেন ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর দলের জন্য বরাদ্দ অর্থ দ্রুত প্রকাশ করার নির্দেশ দিলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের দলকে অর্থ বরাদ্দের বিরোধিতা তিনি করছেন না। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “যেটা করতে হয়, করে ফেলুন।” এর পরেই স্থানীয় পরিষেবা সংক্রান্ত প্রশাসনের প্রধান এমিলি মার্ফি জানিয়ে দেন, ওই দলের জন্য বরাদ্দ অর্থ প্রকাশ করা হচ্ছে।
এই খবরে রীতিমত উচ্ছ্বসিত টিম বাইডেন। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, “ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা মসৃণ করার জন্য এটা খুবই দরকার ছিল।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “অতিমারিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, অর্থনীতিকে সঠিক পথে নিয়ে আসার মতো যে যে সমস্যা এখন আমাদের দেশে রয়েছে, সেগুলির সমাধানের জন্য এই সিদ্ধান্ত খুব জরুরি ছিল।”
উল্লেখ্য, গত পুরো ভোট গণনা শেষ হওয়ার আগেই গত ৭ নভেম্বর সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে যান জো বাইডেন। কিন্তু কখনই নিজের পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। অন্যদিকে বার বার তিনি বলেছেন এই ভোটে কারচুপি হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টে কড়া নাড়ার হুমকিও দিয়েছেন তিনি।
এর পর গণনা যত এগিয়েছে, বাইডেনও ততই এগিয়েছেন। শেষ পর্যন্ত জো বাইডেন পান ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। ট্রাম্পের ঝুলিতে আসে ২৩২টি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
মালদহের মানিকচকে ভেসেল উলটে ৮টি ট্রাক পড়ল গঙ্গায়, বেশ কিছু মানুষ নিখোঁজ
বিদেশ
তিন মাস ‘নিখোঁজ’ থাকার পর অবশেষে প্রকাশ্যে জ্যাক মা
যে রকম রহস্যজনক ভাবে মা নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তার থেকেও বেশি রহস্য বাড়িয়ে প্রকাশ্যে চলে এলেন তিনি।

খবরঅনলাইন ডেস্ক: ১০ অক্টোবর শেষ টুইট করেছিলেন তিনি। তার পর পুরোপুরি ‘উধাও’ হয়ে গিয়েছিলেন চিনের বিখ্যাত উদ্যোগপতি জ্যাক মা (Jack Ma)। অবশেষে তিন মাস পর ফের প্রকাশ্যে এলেন মা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামীণ এলাকার শিক্ষকদের উদ্দেশে বার্তা দিতে দেখা গেল তাঁকে।
গত বছর অক্টোবর মাসের পর খোঁজ পাওয়া যাচ্ছিল না ‘অ্যান্ট’ এবং ‘আলিবাবা’ সংস্থার মালিক মা-র। সারাদিনে একাধিক বিষয়ে টুইট করতে থাকা মা’র ১০ অক্টোবর থেকে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে বেশ রহস্য ঘনীভূত হয়।
বিষয়টি প্রথম নজরে আসে, যখন একটি টিভি শোয়ের বিচারক পদ থেকে মা-কে সরিয়ে অন্য আর এক বিচারককে আনা হয়। অনুষ্ঠানটি চূড়ান্ত পর্বের কোনো প্রচারেও দেখা যাচ্ছিল না মা-কে।
এর কিছু দিন আগেই চিন সরকার ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পরিষেবার সমালোচনা করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। শি চিনফিং সরকারের নিন্দা করায় তাঁর ওপরে খোদ চিনা প্রেসিডেন্ট রুষ্ট ছিলেন বলেন দাবি বেশ কিছু সংবাদমাধ্যমের।
চিনা কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা হলেও চিনফিংয়ের সঙ্গে মা-য়ের দ্বন্দ্ব বহুদিনের। মা-য়ের নিখোঁজ রহস্য সেই জল্পনাই আরও উস্কে দেয়। এর পাশাপাশি চিনফিং সরকারের একাধিক নীতির সমালোচনা করে মা বলেন, দেশে বহু নিয়ম-কানুনের ফলে দেশের মানুষ দমবন্ধ হয়ে পড়েছে।
চিনের সবচেয়ে বিত্তশালী তো বটেই, গোটা বিশ্বের ২৫ জন ধনীর মধ্যে তিনি অন্যতম জ্যাক মা। মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি। কিন্তু চাঁচাছোলা ভাষায় চিনা সরকারের সমালোচনা করতে পিছপা হতেন না তিনি।
তবে সরকারের সমালোচনা করার পর মা-য়ের সংস্থা অ্যান্ট-কে আর্থিক নজরদারি সংস্থার কোপে পড়তে হয় বলেও খবর। এবং তার ঠিক পরেই চিনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা থেকে সরে যায় তাঁর নাম।
চিন-আমেরিকা দ্বন্দ্বের পরিস্থিতিতেও নিউ ইয়র্কের একটি হাসপাতালে কমপক্ষে দু’হাজার ভেন্টিলেটর দান করে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা কুড়িয়েছিলেন মা। মনে করা হচ্ছে বেজিং সেটাও ভালো চোখে দেখেনি। তবে যে রকম রহস্যজনক ভাবে মা নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তার থেকেও বেশি রহস্য বাড়িয়ে প্রকাশ্যে চলে এলেন তিনি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
আজ থেকে ছ’টি দেশে কভিডের টিকা পাঠাচ্ছে ভারত
বিদেশ
অফিসে শেষ দিনে ডোনাল্ড ট্রাম্প বললেন, “বাইডেনের সাফল্যের জন্য প্রার্থনা করুন”
প্রথম বার, পরবর্তী প্রশাসনের সাফল্য কামনা করলেন ট্রাম্প।

খবরঅনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট পদে নিজের শেষ দিন কিছুটা ভাঙলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পর এই প্রথম বার, পরবর্তী প্রশাসনের সাফল্য কামনা করলেন তিনি। ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) জন্য জনগণকে প্রার্থনাও করতে বললেন ট্রাম্প।
বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন তিনি। তবে অতীতের ‘ট্র্যাডিশন’ পালটে বাইডেনের শপথানুষ্ঠানে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এমনকি ক্যাপিটল ভবনে তাঁর সমর্থকদের হামলা এবং বিদায়ের আগেই ইম্পিচ হওয়ার পর গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখাই মিলছিল না ডোনাল্ড ট্রাম্পের। অবশেষে এক ভিডিওবার্তায় নীরবতা ভেঙে বিদায়ী প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন।
গত বছর নভেম্বরে নির্বাচনের পর থেকেই বার বার ভোটে কারচুপির অভিযোগ তুলছিলেন ট্রাম্প। কোনো ভাবেই নিজের পরাজয় স্বীকার করেননি। ভোটের ফল বদলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টেও কড়া নেড়েছিলেন ট্রাম্প। এমনকি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।
কিন্তু তাঁর কোনো চেষ্টাই সফল হয়নি। মসনদ তাঁকে ছাড়তে হচ্ছেই। তবে এখনও পর্যন্ত ব্যক্তিগত ভাবে বাইডেনকে অভিনন্দন কিংবা প্রচলিত রীতি অনুযায়ী ওভাল অফিসে চায়ের নিমন্ত্রণ করেননি ট্রাম্প।
ওয়াশিংটন জুড়ে ব্যাপক প্রস্তুতি
এ দিকে, বাইডেনের শপথকে কেন্দ্র করে হোয়াইট হাউসের বাইরে ওয়াশিংটন শহরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে জনসাধারণের উপস্থিতিতে রাখা হয়েছে কড়াকড়ি। শহরের বিভিন্ন পয়েন্টে থাকবেন ন্যাশনাল গার্ডের সদস্যরা।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে যে হামলা হয়েছিল, ওই ধরনের হামলার আশঙ্কা এক্কেবারে দেওয়া হচ্ছে না। সেই জন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সশস্ত্র সদস্যদের। নিরাপত্তা বিবেচনায় ‘সবুজ’ ও ‘লাল’ এই দুই ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন এলাকাকে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ভারতে সক্রিয় রোগী নামল দুই লক্ষের নীচে, কেরল বাদে বাকি দেশে আক্রান্ত ৭,৬৩৭
বিদেশ
ফাইজারের করোনা ভ্যাকসিন নেওয়ার পরে নরওয়েতে মৃত ২৩, শুরু তদন্ত
শারীরিক ভাবে অপেক্ষাকৃত দুর্বল, আশি বছরের বেশি বয়সিদের মধ্যে এই ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

খবর অনলাইন ডেস্ক: করোনা ভ্যাকসিন নেওয়ার পর নরওয়েতে (Norway) ২৩ জন বৃদ্ধের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। শুধু তাই নয়, ভ্যাকসিন নেওয়ার পরে এই ২৩ জন ছাড়াও আরও বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু হরেছে।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ফাইজার-বায়োএনটেকের (Pfizer-BioNTech) করোনা ভ্যাকসিন (Coronavirus Vaccine) নেওয়ার স্বল্প সময়ের মধ্যেই ২৩ জন বৃদ্ধের মৃত্যুর তদন্ত করছেন নরওয়ের চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, শারীরিক ভাবে অপেক্ষাকৃত দুর্বল, আশি বছরের বেশি বয়সিদের মধ্যে এই ভ্যাকসিনের বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
তবে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকেরা। যে ২৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১৩ জন ডায়রিয়া, বমি বমি ভাব এবং জ্বরের মতো উপসর্গগুলি দেখা দিয়েছিল। যা অন্য়ান্য এমআরএনএ ভ্যাকসিনের সাধারণ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়।
জানা গিয়েছে, নরওয়ের এই মৃত্য়ুর ঘটনার জেরে যথেষ্ট উদ্বিগ্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার। তারা এখন ইউরোপে নিজেদের তৈরি ভ্যাকসিন সরবরাহ সাময়িক ভাবে হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।
ব্লুমবার্গ জানিয়েছে, নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ৮০ বছরের বেশি বয়সিদের টিকাকরণে সতর্কতা জারি করেছে। জানিয়েছে, যাঁদের আয়ু কম, তাঁরা এই ভ্যাকসিন থেকে খুব বেশি উপকৃত হবেন না।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকেই নরওয়েতে টিকাকরণ শুরু হয়েছে। ফাইজার এবং মোডার্না মিলিয়ে প্রায় ৩০ হাজার মানুষ টিকা নিয়েছেন। গত বছরের শেষদিকে নরওয়েতে অনুমতি পেয়েছিল ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। জানুয়ারির শুরুতে মোডার্না (Moderna Inc) অনুমোদন পায়। তবে ২৩ জন বৃদ্ধের মৃত্যুর পর চিকিৎসকদের পরামর্শ নিয়েই টিকা নেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে ফাইজারের ভ্য়াকসিন নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা থেকে আসা এক ৫৬ বছর বয়সি চিকিৎসকের মৃত্যু হয়। আরও পড়তে পারেন এখানে: ফাইজারের করোনা টিকা নেওয়ার ১৬ দিন পর মৃত্যু চিকিৎসকের
-
রাজ্য2 days ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
দেশ3 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
রাজ্য3 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
দেশ3 days ago
মাত্র ১৮ শতাংশ ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারেন, ৩৬ শতাংশ কমিয়ে দেবেন ব্যবহার: সমীক্ষা