trump queen elizabeth

ওয়েবডেস্ক: তিন দিনের ব্রিটেন সফরে বৃহস্পতিবার সে দেশে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৌঁছোনোর পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সাধারণ মানুষ তো কখনও তিনি নিজেই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে অপেক্ষা করিয়ে রেখেছেন, অভিযোগ এমনই।

এ সবের মধ্যেই ট্রাম্পের একটি কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি চর্চার বিষয় হয়ে গিয়েছে। শনিবার উইন্ডসর ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের পর একসঙ্গে হেঁটে আসছিলেন ট্রাম্প ও রানি৷ তাঁদের সেই হাঁটার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, হাঁটার সময় রানির আগে আগে চলছেন মার্কিন প্রেসিডেন্ট৷ যদিও সেটা প্রোটোকল-বিরোধী বলেই মন্তব্য বিশেষজ্ঞদের। এক সময় রানিকে পুরোপুরি ঢেকে দেন ট্রাম্প৷ ট্রাম্পের আড়ালে ঢাকা পড়ে কয়েক মুহূর্ত রানি একেবারে চোখের আড়ালে চলে যান৷ কিছুক্ষণের মধ্যেই যদিও ট্রাম্পের পাশে চলে আসেন তিনি৷

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here