Homeখবরবিদেশভারতের ঘাড়ে ২৬% 'পারস্পরিক শুল্ক' চাপালেন ট্রাম্প, কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে

ভারতের ঘাড়ে ২৬% ‘পারস্পরিক শুল্ক’ চাপালেন ট্রাম্প, কতটা প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে

প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘লিবারেশন ডে’ উপলক্ষে ঘোষণা করেছেন ব্যাপক রেসিপ্রোকাল ট্যারিফের (পারস্পরিক শুল্ক) পরিকল্পনা। তাঁর দাবি, দীর্ঘ ৫০ বছর ধরে বিদেশি দেশগুলি আমেরিকার সম্পদ লুট করেছে। এই নতুন পদক্ষেপে বিভিন্ন দেশের ওপর শুল্ক বাড়ানো হবে।

হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “এপ্রিল ২, ২০২৫, হবে সেই দিন যখন আমেরিকার শিল্প পুনর্জন্ম লাভ করবে। বহু বছর ধরে বিদেশি দেশগুলি আমাদের দেশকে লুট করেছে, কিন্তু আর তা চলবে না।”

ভারতের ওপর ২৬% শুল্ক

ভারতের ওপর ২৬ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ চাপানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, ভারত আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে ৫২ শতাংশ শুল্ক ধার্য করে, যেখানে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর প্রায় কোনও শুল্কই চাপায়নি।

মোট ২৫টি দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তারমধ্যে উল্লেখযোগ্য দেশগুলির শুল্কের হার:

  • চীন: ৩৪%
  • ইউরোপীয় ইউনিয়ন: ২০%
  • দক্ষিণ কোরিয়া: ২৫%
  • ভিয়েতনাম: ৪৬%
  • জাপান: ২৪%
  • থাইল্যান্ড: ৩৬%
  • বাংলাদেশ: ৩৭%
  • শ্রীলঙ্কা: ৪৪%
  • পাকিস্তান: ২৯%

ভারতের রপ্তানিতে প্রভাব

বিশ্লেষক সংস্থা সিটি রিসার্চের মতে, ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতের বছরে প্রায় ৭ বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে রাসায়নিক, ধাতব পণ্য এবং অলঙ্কার শিল্প সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে।

২০২৪ সালে আমেরিকায় ভারতের মোট পণ্য রপ্তানি ছিল প্রায় ৭৪ বিলিয়ন ডলার। এর মধ্যে মুক্তো, রত্ন এবং অলঙ্কারের পরিমাণ ছিল ৮.৫ বিলিয়ন ডলার, ফার্মাসিউটিক্যালস ৮ বিলিয়ন ডলার এবং পেট্রোকেমিক্যাল প্রায় ৪ বিলিয়ন ডলার।

তবে, ভারতের অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক বৃদ্ধি সত্ত্বেও আমেরিকায় রপ্তানিতে তেমন বড় প্রভাব পড়বে না। ভারত ইতিমধ্যেই নতুন বাজারের সন্ধান করছে এবং মূল্য সংযোজনের ওপর জোর দিচ্ছে।

অন্যদিকে, SBI রিসার্চের মতে, ট্রাম্পের ঘোষণার ফলে ভারতের রপ্তানিতে ৩ থেকে ৩.৫ শতাংশ হ্রাস পেতে পারে।

সাম্প্রতিকতম

২০২৬-এ আসছে গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস, থাকবে লাইভ অনুবাদ ও মেমোরি রিকল ফিচার

গুগল ও স্যামসাং একসঙ্গে Android XR স্মার্ট গ্লাস আনছে ২০২৬ সালে। থাকবে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশনের মতো আধুনিক ফিচার।

পাকিস্তানের সঙ্গে ভারতের ইন্দাস জলচুক্তি কী? পহেলগাঁও হামলার পর কেন স্থগিত করল নয়াদিল্লি?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে বড় কূটনৈতিক পদক্ষেপ ভারতের। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ইন্দাস জলচুক্তি স্থগিত ঘোষণা নয়াদিল্লির। কী এই চুক্তি? কী তার প্রভাব? বিশদে জানুন।

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

পহেলগাঁও হামলার পরে গোটা দেশে ক্ষোভ। ২৮ জনের প্রাণহানির জবাবে পাকিস্তানকে নিশানা করে ভারত। বাতিল সার্ক ভিসা, স্থগিত সিন্ধু জলচুক্তি। অভিযানে ব্যস্ত বাহিনী।

গুগল ফটো ঘেঁটে ছবি খুঁজে দেবে এআই! অ্যান্ড্রয়েডে এল জেমিনি অ্যাপের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটো অ্যাপে যুক্ত হল জেমিনি এআই চ্যাটবট। এবার ছবি খোঁজা যাবে সহজে, জানুন কীভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার।

আরও পড়ুন

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

PhonePe-র নতুন ফিচার UPI Circle: পরিবার-বন্ধুর পেমেন্ট হবে আরও সহজ, একাউন্ট বা UPI ID ছাড়াই

PhonePe নিয়ে এল নতুন ফিচার UPI Circle। এবার পরিবার বা বন্ধুদের সঙ্গে গ্রুপ তৈরি করে করা যাবে পেমেন্ট, একাউন্ট বা UPI ID ছাড়াও। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে