নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাঁর শপথ গ্রহণের আগে, ২০ জানুয়ারির মধ্যে গাজায় হামাসের হাতে আটক বন্দিরা মুক্তি না পায়, তবে ‘মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে।’ মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, “এটা হামাসের জন্য ভালো হবে না এবং, সত্যি বলতে, কারো জন্যই ভালো হবে না। আমি আর কিছু বলতে চাই না, তবে এটাই বাস্তবতা।”
ট্রাম্প আরও জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইজরায়েল আক্রমণ করা ‘কখনোই উচিত ছিল না।’
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে মনোনীত স্টিভ উইটকফ বলেন, বন্দি মুক্তির জন্য ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে। তিনি উল্লেখ করেন, “প্রেসিডেন্টের বক্তব্য এই আলোচনাকে চালিত করছে। আশা করি, সবকিছু মিলে যাবে এবং আমরা অনেক জীবন বাঁচাতে পারব।”
বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, আলোচনার পরিস্থিতি এখনও ‘কঠিন’ এবং চুক্তি হওয়ার সম্ভাবনা সীমিত।
বাইডেন প্রশাসন দীর্ঘদিন ধরেই গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ করছে। তবে অক্টোবর ৭ হামলার পর প্রথম যুদ্ধবিরতি ও কয়েক ডজন পণবন্দি মুক্তির বাইরে বড় কোনো সাফল্য মেলেনি।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের কর্তারা যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতির বিষয়ে নিয়মিত আপডেট পাচ্ছেন। অন্যদিকে, হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য সমন্বয়ক ব্রেট ম্যাকগার্ক গাজা যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের জন্য মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।