ফের হিংসা তুরস্কে। এবার লক্ষ বিয়েবাড়ি। আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৫০ জনের। আহতের সংখ্যা প্রায় ৯৪। শনিবার স্থানীয় সময় রাত্রি ১১টায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ তুরস্কের গাজিয়ান্তেপ এলাকায়। এলাকাটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত বেশি। রাষ্ট্রপতি এরদোগানের দাবি, ঘটনার পেছনে ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিদের হাত রয়েছে। বিয়ের অনুষ্ঠানের জমায়েতই তাদের লক্ষ্য ছিল। স্থানীয় পুলিশ সূত্রে খবর আত্মঘাতী জঙ্গির বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।
হিংসা বিধ্বস্ত সিরিয়া সীমান্তের কাছে গাজিয়ান্তেপ এলাকায় আইএস-এর বেশ কয়েকটি ঘাঁটি আছে। গত মে মাসে এই জঙ্গিগোষ্ঠী গাজিয়ান্তেপের ২ জন পুলিশ কর্মীকে হত্যা করে।
সুত্রের খবর, কুর্দ সম্প্রদায়ের একটি বড় দলের সঙ্গে ওই আত্মঘাতী জঙ্গি বিয়েবাড়ির জমায়েতে আসে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।