বিদেশ
ট্রাম্পের মুখে শান্তির বার্তার পরেই বাগদাদে রকেট হামলা

ওয়াশিংটন ও বাগদাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা চালানো হল। এই হামলার দায় স্বীকার এখনও কেউ না করলেও, গোটা ব্যাপারটিতে ইরানের হাত থাকতে পারে।
উল্লেখ্য, মঙ্গলবার ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হানা চালায় ইরান। ৮০ জন মার্কিন ‘জঙ্গিকে’ মেরে আমেরিকার গালে সপাটে থাপ্পড় মারা হয়েছে বলে দাবিও করেন ইরানের নেতা আয়াতোল্লা খামেনেই।
কিন্তু ইরানি হানায় কোনো ক্ষতিই হয়নি বলে পাল্টা দাবি করেন ট্রাম্প। তিনি বলেন,”গত রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় কোনো মার্কিন নাগরিকের গায়ে আঁচড় লাগেনি। আমাদের জওয়ানরা নিরাপদেই রয়েছেন। সেনা ছাউনিতে সামান্য ক্ষতি হয়েছে।”
ট্রাম্প মনে করেন, সেনাঘাঁটিতে ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়েই ইরান যে সন্তুষ্ট থেকেছে, তার মানে তারা যুদ্ধের পরিস্থিতিকে আর ঘোরালো করতে চায় না।
এরপরেই কিছুটা শান্তির বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ”আমরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছি। ওদের চেয়ে যুদ্ধের সরঞ্জামও উন্নত। তবে আমরা এটা ব্যবহার করতে চাই না।” তিনি প্রেসিডেন্ট থাকাকালীন ইরানকে যে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না তাও স্পষ্ট করেন ট্রাম্প।
তবে ট্রাম্প এই বার্তা দেওয়ার পরেই বুধবার গভীর রানে বাগদাদের গ্রিন জোনে পর পর দুটি রকেট হামলা হয়।
ওই গ্রিন জোনেই মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। ঘটনাস্থলে উপস্থিত এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, বুধবার গভীর রাতে পর পর দুটো বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার পরেই সাইরেন বেজে ওঠে এলাকায়।
আরও পড়ুন মিসাইল হানায় আমেরিকার ৮০ ‘জঙ্গি’ নিকেশ হয়েছে: ইরান
তবে এই হামলার এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
২৪ ঘণ্টা আগেই মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক হামলা চালিয়েছিল তেহরান। ইরানের দাবি ছিল, সেই হামলায় ভয়াবহ ক্ষতির মুখে মার্কিন সেনা, যে দাবি পুরোপুরি উড়িয়ে দেন ট্রাম্প।
গ্রিন জোনে এই রকেট হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও, আঙুল কিন্তু উঠছে ইরানের দিকেই।
বিদেশ
বিনে পয়সায় চাঁদ ঘুরে দেখার সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
চাঁদ ঘুরে দেখতে আট জনকে তাঁর সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জাপানি ধনকুবের।

ওয়েবডেস্ক: ইলন মাস্কের স্পেসএক্স ফ্লাইটে চড়ে চাঁদ ঘুরে দেখতে চান? তা হলে জেনে রাখুন, জাপানের বিলিয়নেয়ার ইউসাকু মায়েজাওয়া সাধারণ মানুষের মধ্যে থেকে আট জনকে তাঁর সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
টুইটারে একটি পোস্টে মায়েজাওয়া লেখেন, “আমি চাই সমস্ত রকমের ব্যাকগ্রাউন্ডের মানুষ এতে যোগ দিন”। সঙ্গে দিয়েছেন আবেদন জানানোর বিশদ বিবরণ-সহ একটি লিঙ্ক।
আবেদনের শর্ত ও অন্যান্য বিবরণ
তিনি জানিয়েছেন, এর জন্য কোনো ব্যয়ভার বহন করতে হবে না আবেদনকারীকে। সমস্ত খরচই তিনি বহন করবেন। অর্থাৎ, যাঁরা নির্বাচিত হবেন, প্রত্যেকেই বিনে পয়সা উড়তে পারবেন।
এই অভিযানটির নামকরণ হয়েছে ‘ডিয়ারমুন’। যা ২০২৩ সালে শুরু হবে।
তিনি বলেন, আবেদনকারীদের দু’টি মাপকাঠি পূরণ করতে হবে: “অন্য মানুষকে এবং বৃহত্তর সমাজকে কোনো উপায়ে সহায়তা করার” জন্য তাঁদের “যে কোনো ধরনের কর্মকাণ্ড” বাড়াতে হবে এবং “একই ধরনের আকাঙ্ক্ষার শরিক অন্যান্য ক্রু সদস্যদের সমর্থন করতে হবে”।
তিনি আরও জানিয়েছেন, “আমি সমস্ত আসন কিনেছি, সুতরাং এটা হবে একটা ব্যক্তিগত সফর”।
কে এই মায়েজাওয়া?
মায়েজাওয়া, একজন ফ্যাশন মোগুল এবং শিল্প সংগ্রাহক। আগে বলেছিলেন যে তিনি স্টারশিপ রকেটে যাত্রার জন্য “শিল্পীদের” আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর এই সর্বশেষ সমন্বিত প্রকল্প “বিশ্বজুড়ে মানুষকে এই যাত্রায় যোগ দেওয়ার সুযোগ দেবে” বলেই আশাপ্রকাশ করেছেন তিনি।
তাঁর কথায়, “আপনি যদি নিজেকে শিল্পী হিসাবে দেখেন, তবে আপনি অবশ্যই একজন শিল্পী”।
২০১৮ সালে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা স্পেসএক্সের মাধ্যমে প্রথম ব্যক্তিগত যাত্রী হিসাবে চাঁদের চারদিকে উড়ে বেড়ানোর কৃতিত্বের সঙ্গে জুড়ে যায় মায়েজাওয়ার নাম। ঠিক কত টাকার বিনিয়মে এটা হয়েছিল, তা জানা যায়নি। তবে মাস্ক এটাকে ‘বিপুল অঙ্কের অর্থ’ হিসেবেই অভিহিত করেছিলেন।
আরও পড়তে পারেন: একাদশ, দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা মাসে ৫-৭ হাজার টাকা পেতে পারেন, জেনে নিন কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন প্রকল্প কী

নয়াদিল্লি: মঙ্গলবার পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল একটি ইন্ডিগো বিমান। শারজা-লখনউ বিমানটির এক যাত্রী অসুস্থ হয়ে পড়ার কারণেই সেটিকে জরুরি অবতরণ করানো হয়।
উড়ান সংস্থার সরকারি বিবৃতি অনুযায়ী, করাচি বিমানবন্দরে চিকিৎসকরা ওই রোগীকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “শারজা থেকে লখনউগামী ইন্ডিগোর ৬ই-১৪১২ বিমানটিকে জরুরি চিকিৎসার কারণে করাচিতে অবতরণ করানো হয়েছিল। দুর্ভাগ্যক্রমে, ওই যাত্রীকে বাঁচানো যায়নি এবং বিমানবন্দরের মেডিক্যাল টিম পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।”
মৃত যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিমান সংস্থা।
আরও পড়তে পারেন: আবার এক ধাক্কা! এ বার সিএনজি এবং পিএনজির দাম বাড়ল দিল্লিতে
বিদেশ
ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ধন্যবাদ জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস।

খবর অনলাইন ডেস্ক: “আশা করি অন্যরাও আপনার উদাহরণ অনুসরণ করবেন”, করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এমনই প্রশংসাসূচক মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস।
মূলত ভ্যাকসিনের সুষমবণ্টন নিয়ে ভারত সরকারের প্রচেষ্টার প্রশংসা করতেই গ্যাব্রিয়েসাস বৃহস্পতিবার টুইটারে ধন্যবাদ জানান মোদীকে।
নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “ভ্যাকসিনের সুষমবণ্টনকে সমর্থন করার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইতিমধ্যেই বিশ্বের ৬০টির বেশি দেশে টিকাকরণ শুরু হয়েছে। এই কর্মসূচির প্রতি আপনি যে ভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন, তা অন্য দেশগুলিও অনুসরণ করতে পারে”।
গত জানুয়ারি মাসেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান কোভিড-১৯ অতিমারি মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছে বৃহত্তম টিকাকরণ কর্মসূচি। এ ছাড়া ভারত নিজের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মায়ানমার এবং নেপাল-সহ প্রায় ৬০টি দেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করেছে।
আরও পড়তে পারেন: আপনার বয়স কি ৪৫ বছরের বেশি? সোমবার থেকে কী ভাবে করোনা ভ্যাকসিন পাবেন
-
বিনোদন3 days ago
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
-
শিক্ষা ও কেরিয়ার3 days ago
৮ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের এই প্রকল্প, জানুন বিস্তারিত
-
রাজ্য3 days ago
বিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থন, স্পষ্ট জানালেন তেজস্বী যাদব
-
রাজ্য2 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত