nobel prize
দুই নোবেল জয়ী, তাসুকু হাঞ্জো (ডান দিকে) ও অ্যালিসন। ছবি: এবিসি.নেট

ওয়েবডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন প্রবীণ দুই বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের জেমস অ্যালিসন এবং জাপানের তাসুকু হনজো।নোবেল কমিটির পক্ষ থেকে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়।

শরীরে মারণ রোগ ক্যানসারের হামলা কী ভাবে আটকানো যায়, তার সন্ধানই দিয়েছেন ওঁরা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যার নাম ‘ইমিউনো চেকপয়েন্ট থিয়োরি’। নোবেল কমিটির কথায়, ‘‘ক্যানসার প্রতিরোধে যে গতানুগতিক চিকিৎসাপদ্ধতির কথা আমরা জানি, সেই ভাবনাটাকেই বদলে দিয়েছে দুই বিজ্ঞানীর আবিষ্কৃত তত্ত্ব।’’

ক্যানসারের চেনা পরিচিত চিকিৎসা বলতে, অস্ত্রোপচার, রেডিয়েশন এবং কেমোথেরাপি। বলাই যায়, ৭০ বছর বয়সি অ্যালিসন এবং ৭৬-এর হনজো হাত ধরে এ বার ওই তিন পদ্ধতির সঙ্গে জোরদার ভাবে যুক্ত হতে চলেছে আর এক চিকিৎসা পদ্ধতি— ‘ইমিউনোথেরাপি’।

আরও পড়ুন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মুখ্য অর্থনীতিবিদ হতে চলেছেন কলকাতার মেয়ে

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হনজো দীর্ঘদিন ধরে ক্যানসার নিয়ে গবেষণা করছেন। শরীরের ‘ইমিউনো সেল’-এ একটি প্রোটিনের সন্ধান দিয়েছেন তিনি, যা কি না ক্যানসারের সঙ্গে লড়তে সক্ষম। একই পথে হেঁটেছেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ‘এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টার’-এর অধ্যাপক অ্যালিসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন