সাড়ে তিনশো বছরে প্রথম বার চল্লিশে উঠল লন্ডনের পারদ, ঝলসে গেল গোটা ব্রিটেন

0

লন্ডন: ১৬৭০-এর আগে কী হয়েছে, কেউ জানে না। কারণ তখন আবহাওয়ার তথ্য রেকর্ড করা হত না। কিন্তু গত সাড়ে তিনশো বছরে এই প্রথম বার চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেল লন্ডনের পারদ। তীব্র গরমে কার্যত ঝলসে গেল গোটা ব্রিটেন।

মঙ্গলবার লন্ডনের হিথরোতে দুপুর ১২:৫০-এ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে। লন্ডন থেকে ২২৫ কিলোমিটার দূরে কলিংসবেতে পারদ উঠে যায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াসে। চলতি তাপপ্রবাহের আগে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ২০১৯ সালে। সে বার পারদ ছুঁয়েছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মঙ্গলবার ব্রিটেন জুড়ে অন্তত ২৯টা জায়গায় পারদ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়।

ব্রিটেনের আবহাওয়া দফতর অবশ্য স্বস্তির খবর শুনিয়েছে দেশবাসীকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার শুরু হয়। বুধবার সকালের মধ্যেই দেশে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এমনকি এই সপ্তাহের শেষের দিকেই তাপমাত্রা ফের শীতল হয়ে যাবে।

তীব্র গরমের থেকে বাঁচতে মঙ্গলবার ব্রিটিশ জাদুঘরের দরজা নির্ধারিত সময়ের আগে বন্ধ করে দেওয়া হয়। আদালত কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কাজ না করায়, অনলাইন শুনানির ব্যবস্থা করেছে সে দেশের সুপ্রিম কোর্ট।

ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটে মঙ্গলবার একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। খেলা চলাকালীনই গরমে কাহিল হয়ে পড়েন ক্রিকেটাররা। তাঁদের ঠান্ডা করার জন্য মাথায় আইসপ্যাক, বিরতির সময় ছাতা নিয়ে আসা হয়। একটু বেশিই জলপানের বিরতি হচ্ছিল খেলা চলাকালীন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মাঠে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

দহনজ্বালার প্রভাব পড়েছে সে দেশের গণপরিবহণেও। দেশের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন লন্ডনের কিংস ক্রস কার্যত খাঁ খাঁ করছে। গরমে ক্ষতির আশঙ্কায় লন্ডনের লিউটন বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়েছে। গরম থেকে রেহাই পেতে নদী, হ্রদে নেমে ডুবে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়তে পারেন

ভুটানের ১০ কিলোমিটার ভেতরে গ্রাম বানিয়ে ফেলেছে চিন, উপগ্রহ চিত্রে চাঞ্চল্য

চতুর্থ দফার ভোট শেষেও শীর্ষে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগোলেন ঋষি

তৃণমূলের মহাসমাবেশ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কলকাতা পুলিশ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.