রাষ্ট্রপুঞ্জের পরবর্তী মহাসচিব হন কোনও মহিলা, চান বান কি মুন

0

৭০ বছরের ইতিহাসে রাষ্ট্রপুঞ্জ ৮ জন মহাসচিব পেয়েছে। তাঁরা সকলেই পুরুষ। এ বার এক জন মহিলা মহাসচিব চান বিদায়ী মহাসচিব বান কি মুন। মহাসচিব পদে তাঁর দ্বিতীয় বারের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। মুনের মতে, “এটাই ঠিক সময়”।

বান কি মুনের পদে বসার জন্য এই মুহূর্তে ১১ জন অপেক্ষা করছেন। তাঁদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন মহিলা।

যদিও মুন বলেন, এটা তাঁর ব্যক্তিগত মত। এই মতের ভিত্তিতে কিছু হবে না। এটা নির্ভর করছে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ওপর। তাঁরাই নতুন মহাসচিবের নাম সুপারিশ করবেন ১৯৩ সদস্যের জেনারেল কাউন্সিলে।

 গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া সফরের সময় এ বিষয়ে মুখ খোলেন বান কি মুন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন