বিদেশ
দরিদ্রতম দেশগুলিতেও টিকা পৌঁছাতে হবে, তবেই সুরক্ষিত হবে বিশ্ব: ইউনিসেফ
দরিদ্রতম দেশগুলির জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে চায় ইউনিসেফ।

খবর অনলাইন ডেস্ক: বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই করোনার টিকাকরণ শুরু করে দিয়েছে। তবে দরিদ্রতম দেশগুলি ভ্যাকসিন পাওয়ার পরেই সারা বিশ্ব সুরক্ষিত হবে বলে মনে করে ইউনিসেফ।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু করোনার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, তাই স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং সমাজকর্মীদের প্রথম পর্যায়ে টিকাকরণ করতে হবে। তাঁরা প্রত্যেকেই শিশুসুরক্ষার সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে করোনার বিরুদ্ধে প্রথমসারির কর্মী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরও টিকাকরণ করতে হবে। এ ভাবেই একটু একটু করে পুরো সম্প্রদায় জুড়ে করোনার বিরুদ্ধে একটা প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হয়ে যাবে।
নজরে দরিদ্রতম দেশগুলি

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও কানাডা-সহ বিশ্বের কয়েকটি ধনী দেশে টিকাকরণ শুরু হয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতেও শুরু হচ্ছে প্রথম দফার টিকাকরণ।
ইউনিসেফ বলেছে, কয়েকটি দেশ করোনার টিকা বের করেছে। তবে যখন বিশ্বের দরিদ্রতম দেশগুলি তা পাবে, তখনই সারা বিশ্ব এই সংক্রামক ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে।
ইউনিসেফ জানিয়েছে, প্রত্যেকের কাছে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পৌঁছে দিতে অংশীদারদের সঙ্গে কাজ করছে সংস্থা।
দরিদ্রতম দেশগুলি কী ভাবে পাবে টিকা?

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই বিশ্বের দরিদ্রতম দেশগুলিতে করোনা টিকার প্রথম ডোজ পৌঁছাবে।
হু-র ভ্যাকসিন বিষয়ক প্রধান কেইট ও’ব্রায়েন জানান, বিশ্বব্যাপী ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ প্রচেষ্টায় নিয়োজিত কোভ্যাক্স ২০০ কোটি ডোজ টিকার জন্য চুক্তি করেছে। কয়েক সপ্তাহের মধ্যেই তার প্রথম লট হাতে এসে পৌঁছাবে।
প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯২টি নিম্ন এবং নিম্ন-মধ্য আয়ের দেশের ২০ শতাংশ মানুষের টিকাকরণের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে কোভ্য়াক্স। একই সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হলে দরিদ্র দেশগুলির নাগরিকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে একটি তহবিল গড়েছে হু।
আরও পড়তে পারেন: পৌঁছাল সেরামের করোনা ভ্যাকসিন, কোন রাজ্য কত পেল
অ্যাডভেঞ্চার
হাতে হাত ধরে, জাতীয় সংগীত গেয়ে কে-২ আরোহণ নেপালের দশ শেরপার, দেখুন ভিডিও
ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

খবরঅনলাইন ডেস্ক: অসম্ভবকে সম্ভব করেছেন নেপালের দশ শেরপা। গত সপ্তাহেই মাউন্ট কে-২ (Mount K-2) আরোহণ করে পর্বতারোহণের জগতে অনন্য নজির তৈরি করেছেন তাঁরা। শীতকালে এই শৃঙ্গ জয় করেছেন, ফলে কৃতিত্ব আরও অনেক বেশি।
সেই অভিযানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। আর তা আসতেই মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
গত ১৬ জানুয়ারি বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, কে-টু (৮৬১১ মিটার) শৃঙ্গ ছুঁয়ে ফেলেন নির্মল পুরজা, গেলজে শেরপা, মিংমা ডেভিড শেরপা, মিংমা তেনজি শেরপা, দাওয়া তেম্বা শেরপা, পেম ছিরি শেরপা, মিংমা জি, কিলি পেম্বা শেরপা, দাওয়া তেনজিং শেরপা এবং সোনা শেরপা।
কিন্তু সব থেকে অবাক করা ব্যাপার হল, প্রত্যেকেই যাতে একসঙ্গে সাফল্যের অংশ হতে পারেন, সে কারণে শৃঙ্গের দশ মিটার আগে দাঁড়িয়ে গিয়ে হাতে হাত মিলিয়ে অবশিষ্ট পথটি পার করেন। নেপালের জাতীয় সংগীতও গাইছিলেন তাঁরা।
নির্মল পুরজা (Nirmal Purja) রবিবার তাঁর টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, কী ভাবে একে অপরের হাতে হাত রেখে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে এগিয়ে গিয়েছিলেন তাঁরা।
বিশ্বের ১৪টি ৮ হাজারি শৃঙ্গের মধ্যে শীতকালে কে-২ শৃঙ্গই এত দিন অধরা ছিল। এই শৃঙ্গে অভিযান চালাতে গিয়ে পর্বতারোহীদের মৃত্যুহার অনেক বেশি। সেই সঙ্গে শীতকালীন আবহাওয়া একে আরও দুর্গম করে তুলেছিল। প্রকৃতির সঙ্গে লড়াই করে সেই অসাধ্য সাধন করে ফেলেছেন তাঁরা।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
লকডাউনে ভারতে ধনকুবেরদের সম্পদ বেড়েছে ৩৫ শতাংশ, কাজ হারিয়েছেন লক্ষাধিক: অক্সফ্যাম রিপোর্ট

খবরঅনলাইন ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে (KP Sharma Oli) বহিষ্কার করল তাঁর নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টি (NCP)। রবিবার দলের একটি অংশের বৈঠকের পর ওই ঘোষণা করা হয়েছে। এর আগে দলের চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছিল ওলিকে। এ বার গেল সদস্যপদও। ফলে আরও গভীর সঙ্কটে পড়লেন ওলি।
এর ফলে, বিরোধী শিবিরের হুমকিই শেষ পর্যন্ত সত্যি হল। এনসিপি-র ওলি বিরোধী শিবিরের মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠ রবিবার বলেন, ‘‘তাঁর (কেপি শর্মা ওলি) সদস্যপদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’’ শুক্রবারই ওলির সদস্যপদ খারিজ করার হুমকি দিয়েছিল তাঁর বিরোধী শিবির।
গত বছর ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে আগামী এপ্রিল এবং মে-তে ভোটের আহ্বান জানিয়েছেন ওলি। তা নিয়ে ক্ষিপ্ত দলে তাঁর বিরোধী শিবির। ফাটল এতটাই চওড়া হয় যে ওলির বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে বিরোধী শিবির। আন্দোলনের অন্যতম নেতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড।
দলের একের পর এক পদক্ষেপে এখন চাপে ওলি। তবে তিনি ভুল শুধরে নিলেও তাঁর সঙ্গে সমঝোতার কোনো জায়গা নেই বলে আগেই জানিয়ে দিয়েছেন এনসিপি-র ওলি-বিরোধী শিবিরের আরও এক নেতা মাধব কুমার।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দেশের বিভিন্ন প্রান্তে থেকেই দেওয়া যাবে ভোট, ‘রিমোট ভোটিং’-এর পরিকল্পনা নির্বাচন কমিশনের
বিদেশ
করোনার টিকাকে হনুমানের বিশল্যকরণীর সঙ্গে তুলনা করে মোদীকে ধন্যবাদ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
বোলসোনারোর এই টুইটটি রিটুইট করে পাল্টা বার্তায় মোদীর মন্তব্য, “প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ব্রাজিলকে পাশে পেয়ে আমরাও গর্বিত।”

খবরঅনলাইন ডেস্ক: করোনার টিকাকে হনুমানের বিশল্যকরণীর সঙ্গে তুলনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো (Jair Bolsonaro)। এই টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদও জানালেন তিনি।
টিকা পাওয়ায় ভারতকে ধন্যবাদসুলভ যে পোস্টটা তিনি করেছেন, তার সঙ্গে রামায়ণের লঙ্কাপর্বে হনুমানের তুলে আনা বিশ্যলকরণী সঞ্জীবনী-সহ গন্ধমাদন পর্বতের ছবিও রয়েছে।
লসোনারো তাঁর টুইটারে পর্তুগিজ ভাষায় লেখেন, “নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে ছড়িয়া পড়া প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের মতো অসাধারণ বন্ধুকে পাশে পেয়ে ব্রাজিল গর্ব অনুভব করছে। টিকা পাঠিয়ে আমাদের সহায়তা করার জন্য ধন্যবাদ।”
বোলসোনারোর এই টুইটটি রিটুইট করে পাল্টা বার্তায় মোদীর মন্তব্য, “প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ব্রাজিলকে পাশে পেয়ে আমরাও গর্বিত।”
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পুণের সেরাম ইনস্টিটিইউট অফ ইন্ডিয়া-র কারখানায় তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দ্রুত ব্রাজিলে পাঠানোর জন্য মোদীকে চিঠি লিখেছিলেন বোলসোনারো। এর পর শুক্রবার সেরামের তৈরি টিকার ২০ লক্ষ ডোজ বিমানে ব্রাজিলে পাঠানো হয়। তার পরেই মোদীকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান ব্রাজিলের প্রেসিডেন্ট।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন
-
শরীরস্বাস্থ্য3 days ago
থাইরয়েড ধরা পড়েছে? এই খাবারগুলি সম্পর্কে সচেতন হন
-
রাজ্য2 days ago
তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, প্রিয়া সেনগুপ্ত
-
ফুটবল1 day ago
বিমান দুর্ঘটনায় মৃত্যু ব্রাজিলের ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ও চার ফুটবলারের
-
রাজ্য2 days ago
উন্নয়ন দেখাতে ‘ছানিশ্রী’ প্রকল্প করবে সরকার, বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের