নতুন বছরের প্রথম দিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে ঘটে ভয়াবহ দুষ্কৃতী হামলা। এ ঘটনায় ১৫ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। হামলাকারীর নাম শামসুদ-দিন জব্বর, যিনি একজন প্রাক্তন মার্কিন সেনা।
তদন্তে জানা গেছে, জব্বর ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। পরে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত অতিরিক্ত সদস্য হিসেবে কাজ করেছেন। পুলিশ জানায়, হামলার পর পালিয়ে যাওয়ার সময় জব্বর পুলিশের ওপর গুলি চালান। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।
গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, জব্বর যে গাড়ি ব্যবহার করেছিলেন, সেখান থেকে ইসলামিক স্টেটস (আইএস)-এর পতাকা, বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। এ ঘটনায় আইএসের যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
হামলার আগে জব্বর একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে তিনি বলেন যে, আইএসের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তবে তদন্তকারীরা মনে করছেন, এই হামলার নেপথ্যে আরও অনেকে জড়িত থাকতে পারে।
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “মানবতার বিরুদ্ধে এমন অপরাধ মেনে নেওয়া যায় না।” আততায়ীর সঙ্গীদের ধরতে তদন্ত চলছে।