প্রেসিডেন্ট পুতিনকে বুঝিয়েসুঝিয়ে যুদ্ধ বন্ধ করানোর মতো অবস্থানে রয়েছে ভারত, মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র।
নয়াদিল্লি: দু’বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে এই “বেআইনি যুদ্ধ” বন্ধ করতে রাজি করার জন্য ভারতকে মধ্যস্থতা করার আর্জি আমেরিকার। রাশিয়ার সঙ্গে নিজের দীর্ঘস্থায়ী সম্পর্ককে কাজে লাগানোর জন্য আবারও ভারতের প্রতি আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের।
সম্প্রতি দু’দিনের রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই এই মার্কিন আহ্বান। একটি প্রেস ব্রিফিংয়ের সময়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘকালের, এটি সর্বজনবিদিত। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বললে, আমরা ভারতকে রাশিয়ার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক এবং তাদের অনন্য অবস্থান ব্যবহার করতে উৎসাহিত করেছি।”
একই সঙ্গে মিলার বলেন, “প্রেসিডেন্ট পুতিনকে এই অনৈতিক যুদ্ধের অবসান ঘটাতে রাজি করাতে পারে ভারত। এই সংঘাতের সমাপ্তি ঘটিয়ে দীর্ঘস্থায়ী শান্তি খুঁজে পেতে, ভ্লাদিমির পুতিনকে রাষ্ট্রসংঘের সনদ এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে বলার জন্য আহ্বান জানানো হয়েছে ভারতের উদ্দেশে।”
মিলার আরও স্বীকার করেছেন যে রাশিয়ার সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে ভারতকেই বিবেচনা করা হচ্ছে।
বলে রাখা ভালো, মোদীর সাম্প্রতিক রাশিয়া সফরের আগে থেকেই এই বার্তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মোদী এবং পুতিনের মধ্যে আলোচনার আগে, রাশিয়া-ভারত সম্পর্কের বিষয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার জন্য পুতিনকে অনুরোধ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে ইচ্ছা প্রকাশও করেছিল মার্কিন প্রশাসন।
আরও পড়ুন: জম্মুর ডোডায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১ জন মেজর-সহ ৪ সেনা জওয়ান হত