ওয়াশিংটন: প্রেসিডেন্টের মসনদে বসার পর বেশ কয়েকবার নিজের দেশেই বিক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই বিক্ষোভের হাওয়ায় সামিল এবার হল দেশের পেক্ষাগৃহগুলিও। সেখানে প্রদর্শিত হল ‘১৯৮৪’ সিনেমাটি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুশোটি পেক্ষাগৃহে এই সিনেমাটি দেখানো হয়। সেই সঙ্গে সিনেমাটি দেখানো হয় কানাডার পাঁচটি এবং ইংল্যান্ড, সুইডেন, ক্রোয়েশিয়া, নিউজিল্যান্ড ও হল্যান্ডের একটি করে পেক্ষাগৃহে। জর্জ অরওয়েলের উপন্যাস ‘১৯৮৪’-এর ভিত্তিতে এই সিনেমাটি তৈরি করেছিলেন ব্রিটিশ পরিচালক মাইকেল রেডফোর্ড।
এই উপন্যাসে জর্জ অরওয়েল তুলে ধরেছিলেন একটি সরকারের কথা যারা নিজেরা নিজেদের মতো করে তথ্য বিকৃত করে এবং মানুষের পুরোপুরি আনুগত্য দাবি করে। ইউনাইটেড স্টেট্স অফ সিনেমার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, “সিনেমাটি প্রদর্শন করার এটাই সেরা সময়।”
উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর উপন্যাসটির চাহিদাও বিপুল পরিমাণে বেড়েছে। ই-কমার্স পোর্টাল অ্যামাজনের হিসেব অনুযায়ী জানুয়ারিতে বেস্ট সেলারের তালিকায় ছ’নম্বরে ছিল এই উপন্যাসটি।