আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স হতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি। উষার আদি নিবাস ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ছোট গ্রামে। গ্রামে তাঁর পরিবারের সদস্যরা প্রার্থনা করছেন তাঁর সাফল্যের জন্য। গ্রামবাসীদের আশা উষা যে ঐতিহাসিক পদমর্যাদায় পৌঁছেছেন, তাতে ভারত ও আমেরিকার মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।
উষা চিলুকুরি ভ্যান্স একজন উচ্চশিক্ষিত এবং সফল আইনজীবী। তিনি ইয়েল ল স্কুল থেকে স্নাতক এবং সান দিয়েগোতে বড় হয়েছেন। ভারত থেকে তাঁর পরিবারের আমেরিকায় পাড়ি জমানোর পরও তাঁর বাবা ও পরিবারের সদস্যরা গ্রামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। গ্রামের মন্দির প্রতিষ্ঠায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষত, তাঁর পরিবার গ্রামবাসীর কল্যাণের জন্য সাঁইবাবা, লক্ষ্মী নরসিংহ স্বামী এবং দেবী বালা সীতা মন্দিরের জন্য জমি দান করেছেন।
সম্প্রতি একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প উষা এবং জেডি ভ্যান্সকে অভিনন্দন জানিয়ে বলেন, “নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর অসাধারণ ও সুন্দর স্ত্রী উষা ভ্যান্সকে আমিই প্রথম অভিনন্দন জানাতে চাই।”
উষার পরিবারের আদি গ্রাম ভদলুরুতে গ্রামবাসীরা প্রার্থনা করছেন যাতে জেডি ভ্যান্সের এই জয় তাঁদের গ্রামে গৌরব আনতে পারে। যদিও উষা কখনও গ্রামে আসেননি, তবে তাঁর পিতা চিলুকুরি রাধাকৃষ্ণন প্রায় তিন বছর আগে গ্রামে এসে মন্দিরগুলির অবস্থা দেখেছেন।
উষার এই প্রাপ্তি প্রবাসী ভারতীয়দের মধ্যে একটি বড় উদাহরণ হিসাবে বিবেচিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায়ের দ্রুত বর্ধনশীল জনসংখ্যার একটি উল্লেখযোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন উষা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল ২০২৪: ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের জেতা স্টেটগুলির তালিকা