donald trump
বর্তমান পরিস্থিতিতে তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যের বলে মনে করা হচ্ছে।

হ্যানয়: ‘ভারত এবং পাকিস্তানের দিক থেকে ভালো খবর পেয়েছি,’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতিক পরিস্থিতির মধ্যে এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যের বলেই মনে করা হচ্ছে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাতের জন্য এই মুহূর্তে হ্যানয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “ভারত এবং পাকিস্তানের দিক থেকে যথেষ্ট আশাপ্রদ বার্তা এসেছে। ওরা নিজেদের মধ্যে সংঘাতে ছিল আর আমরা বারবার থামতে বলেছি। মোটামুটি একটা ভালো খবর আমরা পেয়েছি। সম্ভবত কিছু দিনের মধ্যেই দ্বৈরথ শেষ হতে চলেছে।”

আরও পড়ুন অভিযানের ফায়দা কি ভোটবাক্সে তুলতে চাইছে বিজেপি? ইয়েদিউরাপ্পার মন্তব্যে বিতর্ক

এর আগে বৃহস্পতিবার রাতেও বার্তা দিয়েছিল ওয়াশিংটন। ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক কাজকর্ম বন্ধ করার পাশাপাশি উত্তেজনা কমানোর জন্যও বার্তা দেওয়া হয়। এ ছাড়াও একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটিয়ে নেওয়ারও পরামর্শ দেয় অ্যামেরিকা।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন