Homeখবরবিদেশবাশার আল আসাদ কোথায়? সিরিয়ার প্রেসিডেন্টের অবস্থান নিয়ে প্রশ্ন

বাশার আল আসাদ কোথায়? সিরিয়ার প্রেসিডেন্টের অবস্থান নিয়ে প্রশ্ন

প্রকাশিত

দেশ ছেড়ে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তিনি। এমনটাই জানিয়েছে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে সংঘটিত বিদ্রোহীরা রবিবার দামাস্কাস দখলের দাবি করেছে।

সিরিয়ার রাজধানী দামাস্কাসের বাসিন্দারা জানিয়েছেন, রবিবার শহরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। অন্যদিকে, আসাদের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর যোদ্ধারা শহরের চারপাশের অবস্থান ছেড়ে সরে গিয়েছে বলে জানা গেছে।

বিদ্রোহীদের উত্থান

বিদ্রোহীদের এই আস্ফালন গত ২৭ নভেম্বর শুরু হয়। মাত্র দুই সপ্তাহের মধ্যেই তারা হোমসসহ (দামাস্কাস থেকে ১৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। শনিবার বিদ্রোহীরা “সেডনায়া কারাগারের যুগের অবসান” ঘোষণা করে, যা দীর্ঘদিন ধরে সিরীয় শাসনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন নির্যাতনের প্রতীক হিসেবে পরিচিত। এই ঘটনার পর পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতেও দেখা গিয়েছে।

আসাদের দেশত্যাগ

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন আসাদ। বিদ্রোহীরা শহরে প্রবেশ করার আগেই তিনি পালিয়ে যান। এ বিষয়ে এখনও স্বাধীন ভাবে কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। একটি সূত্রে দাবি, প্রেসিডেন্ট আসাদ ব্যক্তিগত বিমানে অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী ছেড়েছেন।

হিজবুল্লার সেনা প্রত্যাহার

হিজবুল্লার সশস্ত্র বাহিনী তাদের অবস্থান ছেড়ে সিরিয়ার লাটাকিয়া ও লেবাননের হারমেল এলাকায় ফিরে যাচ্ছে বলে জানা গেছে। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে আসাদের প্রধান সমর্থক হিসেবে কাজ করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাও তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

দামাস্কাসে আতঙ্ক

দামাস্কাসে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের কেন্দ্রে যানজট তৈরি হয়েছে। মানুষ তাড়াহুড়ো করে ব্যাঙ্ক থেকে টাকা তুলছেন এবং খাবার মজুত করছেন। রানিয়া নামের এক বাসিন্দা সংবাদ সংস্থার কাছে জানিয়েছেন, “সকালে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন পরিস্থিতি এমন ছিল না। হঠাৎ সবাই আতঙ্কিত হয়ে পড়ল।”

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ইরান, রাশিয়া এবং তুরস্কের বিদেশমন্ত্রীরা কাতারে বৈঠক করে সিরিয়ার বিষয়ে রাজনৈতিক পারস্পরিক আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, “কোনও জঙ্গি গোষ্ঠীকে সিরিয়ার ভূখণ্ড নিয়ন্ত্রণ করার অনুমতি দেওয়া যায় না।”

মানবিক সংকট

রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত ৮২৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১১ জন সাধারণ নাগরিক। প্রায় ৩,৭০,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

পর্যবেক্ষকদের মতে, সিরিয়ার এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি একটি মানবিক সংকট তৈরি করেছে। বিদ্রোহী এবং সরকার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এর মধ্যে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন: সিরিয়ায় ‘বিদ্রোহীদের দখলে’ রাজধানী, প্রেসিডেন্ট আসাদের আত্মগোপন, সুর নরম প্রধানমন্ত্রীর

সাম্প্রতিকতম

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

লস অ্যাঞ্জেলেস দাবানল: তীব্র হাওয়ার কারণে আরও ছড়াতে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দফতরের

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪। ৪০,০০০ একর এলাকা পুড়ে ছাই। ৭০ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা।

তিরন্দাজিতে ভারতের নতুন দল ঘোষণা, কামব্যাক অতনু দাসের

প্যারিস অলিম্পিক মিস করার পর পুনরায় ভারতীয় রিকার্ভ আর্চারি দলে ফিরলেন অতনু দাস। প্রকাশিত হলো নতুন রিকার্ভ ও কম্পাউন্ড দলের নাম।

টানা ৪ দিন শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও ট্রেন চলবে না

বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল চার দিনের জন্য বন্ধ থাকবে। বাতিল হচ্ছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

আরও পড়ুন

লস অ্যাঞ্জেলেস দাবানল: তীব্র হাওয়ার কারণে আরও ছড়াতে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দফতরের

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪। ৪০,০০০ একর এলাকা পুড়ে ছাই। ৭০ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা।

ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে ১৬,০০০ গ্যালন জল, লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে নামল ‘সুপার স্কুপারস’

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত। এই পরিস্থিতিতে কানাডার ‘সুপার...

বুধবার পর্যন্ত বইবে বাতাস, লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন ২৪ জন, ১২,০০০-এরও বেশি পরিকাঠামো ধ্বংস

লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। ১২,০০০-এরও বেশি স্থাপনা ধ্বংস। প্রায় ১৫০,০০০ মানুষ নিরাপদ আশ্রয়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৩৫-১৫০ বিলিয়ন মার্কিন ডলার।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে