কলকাতা: পাকিস্তান সম্পর্কে আফগানিস্তানের এক ব্যক্তির একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। যাতে পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে দেখা যায় ওই আফগানকে। ওই ভিডিয়োয় আফগান লোকটিকে এমনও বলতে শোনা যায়, “তুমি ভারত থেকে আক্রমণ করো, আমরা এখান থেকে আক্রমণ করে পাকিস্তানকে ধ্বংস করব।”
এই ভিডিয়োটি দ্রুত ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওটি টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি আফগানিস্তানের একটি বাজারের। আসলে, একজন ভারতীয় ইউটিউবার পাকিস্তানের প্রতি আফগানিস্তানের জনগণের মতামত জানার চেষ্টা করেছিলেন। সেই সময় এক আফগান পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেন।
ভিডিয়োতে একজন প্রবীণ বলেছেন, “ভারত আমাদের বন্ধু ও ভাই, কিন্তু পাকিস্তান আমাদের শত্রু। তুমি ওই দিক থেকে মারবে, আমি এদিক থেকে মারব।”
এ সময় ভারতীয় ব্যক্তি বলেন যে একটি রাস্তা তৈরি করা উচিত, যেখানে ভারত এবং আফগানিস্তান মিলিত হতে পারে। তখন বৃদ্ধ বললেন, “তুমি ওখান থেকে মারো, আমি এখান থেকেই তোমার সঙ্গে দেখা করব, আফগানিস্তান ও এখানকার মানুষ তোমাকে সমর্থন করবে।”
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে তালিবান শাসন আসার পর থেকেই দুই দেশের সীমান্তে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তালিবান আসার পর পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে। এমনকি অনেক চিনা প্রকল্প পাকিস্তানে চলছে, সেই প্রকল্পের ইঞ্জিনিয়ারদেরও সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হতে হয়েছে। যে কারণে পাকিস্তান তালিবানদের বিরোধিতা করতে থাকে এবং দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে।
এ ছাড়াও পাকিস্তানের ঘাঁটি থেকে উড়ে এসে আমেরিকার ড্রোন আফগানিস্তানে বোমা বর্ষণও করতে থাকে, এটাও একটা বড় কারণ। এই সব কারণেই আফগানিস্তানের মানুষের মধ্যে পাকিস্তানের প্রতি বিদ্বেষ রয়েছে।
আরও পড়ুন: রেলের শৌচাগারে পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা, টয়লেটে বসছে আইওটি ভিত্তিক ডিভাইস