Homeখবরবিদেশ'ভারত-আফগানিস্তান ভাই ভাই, দু'জনে মিলে মারবে পাকিস্তানকে', এক আফগানের ভিডিও ভাইরাল

‘ভারত-আফগানিস্তান ভাই ভাই, দু’জনে মিলে মারবে পাকিস্তানকে’, এক আফগানের ভিডিও ভাইরাল

প্রকাশিত

কলকাতা: পাকিস্তান সম্পর্কে আফগানিস্তানের এক ব্যক্তির একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। যাতে পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে দেখা যায় ওই আফগানকে। ওই ভিডিয়োয় আফগান লোকটিকে এমনও বলতে শোনা যায়, “তুমি ভারত থেকে আক্রমণ করো, আমরা এখান থেকে আক্রমণ করে পাকিস্তানকে ধ্বংস করব।”

এই ভিডিয়োটি দ্রুত ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওটি টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি আফগানিস্তানের একটি বাজারের। আসলে, একজন ভারতীয় ইউটিউবার পাকিস্তানের প্রতি আফগানিস্তানের জনগণের মতামত জানার চেষ্টা করেছিলেন। সেই সময় এক আফগান পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেন।

ভিডিয়োতে একজন প্রবীণ বলেছেন, “ভারত আমাদের বন্ধু ও ভাই, কিন্তু পাকিস্তান আমাদের শত্রু। তুমি ওই দিক থেকে মারবে, আমি এদিক থেকে মারব।”

এ সময় ভারতীয় ব্যক্তি বলেন যে একটি রাস্তা তৈরি করা উচিত, যেখানে ভারত এবং আফগানিস্তান মিলিত হতে পারে। তখন বৃদ্ধ বললেন, “তুমি ওখান থেকে মারো, আমি এখান থেকেই তোমার সঙ্গে দেখা করব, আফগানিস্তান ও এখানকার মানুষ তোমাকে সমর্থন করবে।”

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে তালিবান শাসন আসার পর থেকেই দুই দেশের সীমান্তে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তালিবান আসার পর পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে। এমনকি অনেক চিনা প্রকল্প পাকিস্তানে চলছে, সেই প্রকল্পের ইঞ্জিনিয়ারদেরও সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হতে হয়েছে। যে কারণে পাকিস্তান তালিবানদের বিরোধিতা করতে থাকে এবং দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে।

এ ছাড়াও পাকিস্তানের ঘাঁটি থেকে উড়ে এসে আমেরিকার ড্রোন আফগানিস্তানে বোমা বর্ষণও করতে থাকে, এটাও একটা বড় কারণ। এই সব কারণেই আফগানিস্তানের মানুষের মধ্যে পাকিস্তানের প্রতি বিদ্বেষ রয়েছে।

আরও পড়ুন: রেলের শৌচাগারে পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা, টয়লেটে বসছে আইওটি ভিত্তিক ডিভাইস

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

“আমরা তিন দশক ধরে আমেরিকার হয়ে ‘নোংরা কাজ’ করছি” — বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বীকার করলেন, পাকিস্তান গত তিন দশক ধরে আমেরিকা ও পশ্চিমা দেশগুলির হয়ে ‘নোংরা কাজ’ করেছে। এই স্বীকারোক্তি ভারতের বারবার তোলা সন্ত্রাসে মদতের অভিযোগকে কার্যত মেনে নেওয়ার সামিল।

গলা অবধি ঋণে ডুবে পাকিস্তান, যুদ্ধ করার সামর্থ আছে কি ইসলামাবাদের?

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ চালানো বাস্তবে কতটা সম্ভব? বিশ্লেষণে উঠে এল চরম সংকটের ছবি।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে