Woman Feeding Shark

ওয়েবডেস্ক: নিজের হাতে হাঙরকে খাবার খাওয়াচ্ছিলেন ৩৪ বছরের যুবতী। আচমকা ওই হাঙরই তাঁর পা ধরে টেনে নেয়। দেহে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ডুগং সমুদ্রসৈকতের কাছে কিম্বারলে এলাকায়। পার্থের বাসিন্দা মেলিসা ব্রুনিং বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে হাঙরদের নিজের হাতে খাবার খাওয়ানোর পাটাতনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ওই সময় এক সঙ্গে তিন-চারটি হাঙর সেখানে ছিল। কিন্তু হাতের খাবারের বদলে হাঙর তাঁর পা ধরে টেনে নেয়। তৎক্ষণাৎ তাঁর সঙ্গী তাঁকে টেনে তুলে নিয়ে আসেন।

মেলিসা জানিয়েছেন, ওই সময় একটা অসম্ভব রকমের চাপ অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল সমস্ত হাড়গোড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমার আঙুল পর্যন্ত খেয়ে ফেলেছে ওই হাঙর।

এটা তাঁর অনুভূতির কথা হলেও বাস্তবে তাঁর আঙুল অক্ষতই আছে। তবে হাঙরের দাঁতের ধারে কেটে যাওয়া ও লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাঁর এমনটা মনে হচ্ছে বলেই চিকিৎসকরা জানিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here