viral video
জুতসই সহবত শেখানো! ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

ওয়েবডেস্ক: মনে আছে, মাস কয়েক আগে গাড়ি থেকে পথে আবর্জনা ফেলায় এক ব্যক্তিকে কী রকম তিরস্কার করেছিলেন অনুষ্কা শর্মা? তার পর তা নিয়ে কতই না জলঘোলা, ওই ব্যক্তির তরফে নায়িকা আর বিরাট কোহলির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের ইত্যাদি প্রভৃতি! সেই ব্যক্তির মা এমন দাবিও তুলেছিলেন যে নায়িকা ভিডিও করে দেওয়ায় তাঁর ছেলের প্রাণসংশয় হয়েছে! মনে না থাকলে ব্যাপারটা একবার দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে!

আরও পড়ুন: নোংরা ফেলার জন্য ভর্ৎসনা আসলে পুরোটাই সাজানো? বিরুষ্কার স্বচ্ছতা এ বার প্রশ্নের মুখে!

যাই হোক,এ বার যখন চিনের বেজিংয়ে সিগন্যালে থেমে থাকা গাড়ির কাচ নামিয়ে এক মহিলা পথে নোংরা ফেললেন, দেখা গেল, সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা আরেকজন তাঁকে জুতসই সহবত শেখানোর লোভটা দমন করতে পারলেন না। তিনি বাইক নিয়ে গেলেন গাড়ির পাশে, পথে পড়ে থাকা নোংরাটা তুললেন তার পর তা ফেরত পাঠালেন ওই গাড়ির ভেতরেই!

বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখুন তা হলে!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন