Homeখবরবিদেশইয়েমেনে কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন, ভারতের প্রতিক্রিয়া

ইয়েমেনে কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন, ভারতের প্রতিক্রিয়া

প্রকাশিত

নয়াদিল্লি: ইয়েমেনে বসবাসকারী কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন ইয়েমেনের রাষ্ট্রপতি রশাদ আল-আলিমি। ২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদিকে হত্যার দায়ে নিমিষাকে দোষী সাব্যস্ত করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক মাসের মধ্যেই ফাঁসির আদেশ কার্যকর হতে পারে।

এ ব্যাপারে ভারতের বিদেশমন্ত্রক (MEA) জানিয়েছে, এই মামলার বিষয়ে তারা অবগত এবং নিমিষার পরিবার সংশ্লিষ্ট বিকল্পগুলোর সন্ধান করছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “সরকার এই বিষয়ে সমস্ত রকম সহায়তা প্রদান করছে।”

রাষ্ট্রপতির সিদ্ধান্ত নিমিষার পরিবারের জন্য চরম দুসংবাদ বয়ে নিয়ে এসেছে। তাঁর মা প্রেমা কুমারী বর্তমানে ইয়েমেনের রাজধানী সানায় রয়েছেন। পাশাপাশি, নিহতের পরিবারের সঙ্গে আলোচনাও চালাচ্ছেন। তবে, এই আলোচনা সেপ্টেম্বরে বাধাপ্রাপ্ত হয়, কারণ ইয়েমেনে নিযুক্ত ভারতীয় দূতাবাসের আইনজীবী আব্দুল্লাহ আমির একটি আগের বকেয়া ফি হিসাবে ২০,০০০ ডলার (প্রায় ১৬.৬ লক্ষ টাকা) দাবি করেন।

ইতিমধ্যেই আমিরকে ১৯,৮৭১ ডলার মিটিয়ে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। তবে তিনি মোট ৪০,০০০ ডলার ফি দাবি করেছেন। এই ফি পরিশোধের জন্য একটি আন্তর্জাতিক সংগঠন ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে।

কেরলের পালাক্কড়ের বাসিন্দা নিমিষা প্রিয়া একজন প্রশিক্ষিত নার্স, ইয়েমেনের বাসিন্দা তালাল মাহদির সঙ্গে একটি ক্লিনিক তৈরি করেছিলেন। পরে ক্লিনিকের আয় নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। নিমিষার অভিযোগ, মাহদি তাঁর সঙ্গে হিংসাত্মক আচরণ শুরু করেন। নিমিষার অভিযোগ অনুযায়ী, মাহদি তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেন এবং তাঁকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন।

২০১৭ সালে, নিজের পাসপোর্ট পুনরুদ্ধারের জন্য মাহদিকে শান্ত করতে একটি শক্তিশালী ঘুমের ইঞ্জেকশন ব্যবহার করার চেষ্টা করেন নিমিষা। তবে, অতিরিক্ত ডোজে মাহদির মৃত্যু হয়।

বর্তমানে, নিমিষা প্রিয়ার মুক্তি মাহদির পরিবারের ক্ষমার উপর নির্ভর করছে।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

আরও পড়ুন

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

কেমব্রিজশায়ারে আবিষ্কৃত রোমান যুগের কবরস্থান, মৃতদেহের চারপাশে বিরল জিপসামের হদিশ

কেমব্রিজশায়ারে রোমান যুগের এক কবরস্থান আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। যেখানে একটি ব্যতিক্রমী সমাধির সন্ধান মিলেছে।...

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে স্থগিতাদেশ, ট্রাম্পের নির্দেশ ‘অসাংবিধানিক’ বলল ফেডারাল আদালত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ জারি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে