শহরের তুলনায় গ্রামে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিধানসভায় এর কারণ জানালেন মুখ্যমন্ত্রী। বিজেপির এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না।’’ বক্তব্য অবিলম্বে পঞ্চায়েত বোর্ড গঠন করার কথা বলেন তিনি।
বিধাননগরে ডেঙ্গি প্রকোপের কারণ ব্যাখ্যা
বিধাননগরে ডেঙ্গির প্রকোপ বাড়ার কারণ হিসাবে তিনি জানিয়েছেন, বিধাননগরের মেট্রোর কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। তাই সেখানে জল জমে ডেঙ্গি বেশি হচ্ছে। তাই পুরসভাগুলিকেও মশাবাহিত এই রোগ প্রতিরোধে দায়িত্ব নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডেঙ্গি ঠেকাতে নবান্নে দফায় দফায় পরিস্থিতি নিয়ে বৈঠক হচ্ছে বলে তিনি বিধানসভায় জানিয়েছেন।
আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি বিপাকে, স্থগিতাদেশ হাইকোর্টের
পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী
বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ডেঙ্গির কারণে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। মুখ্যমন্ত্রী সোমবার আরও জানিয়েছেন, গত ২৬ জুলাই রাজ্যে চার হাজার ৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। জেলাগত ভাবে নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন মমতা।