কলকাতা
১০ নভেম্বর থেকে খুলছে কলকাতার চারটি দর্শনীয় স্থান
অনলাইন টিকিট ব্যবস্থা এবং অন্য়ান্য কোভিডবিধি মেনে চলার বিষয়গুলিতে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ভারতীয় জাদুঘর-সহ কলকাতার চারটি আকর্ষণীয় স্থানের দরজা খুলে যাচ্ছে ১০ নভেম্বর থেকেই। করোনা মহামারির কারণে এই দর্শনীয় স্থানগুলিতে প্রায় আট মাস দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল।
বিনোদনের অন্য়ান্য ক্ষেত্রগুলির মতোই কোভিড-১৯ মহামারির জেরে দেশব্যাপী লকডাউনের কারণে বন্ধ ছিল মিউজিয়াম এবং অন্যান্য বিনোদনকেন্দ্রগুলি। লকডাউন না থাকলেও করোনা সংক্রমণের কথা বিবেচনা করেই এখনও সেগুলি বন্ধ। তবে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ফের সেগুলি খুলতে চলেছে।

রবিবার সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে একটি সাক্ষাৎকারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানান, সমস্ত রকমের কোভিডবিধি কঠোর ভাবে মেনেই ফের খুলবে বিংশ শতাব্দীর অন্যতম এই স্থাপত্যের দরজা।
তিনি বলেন, দর্শনার্থীরা সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশের অনুমতি পাবেন। তবে এর জন্য অনলাইনে টিকিট কাটা যাবে। কিউআর কোডের মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। আবার স্মার্টফোনের অভাবে যাঁরা অনলাইনে টিকিট কাটতে পারবেন না, তাঁদের জন্য কাউন্টারেও টিকিট বিক্রি করা হবে।

কর্তৃপক্ষ জানান, একই সময়ে পাঁচশো জনের বেশি দর্শনার্থীকে সৌধ চত্ত্বরে থাকার অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে, ভিতরে ঢুকে গ্যালারি ঘুরে দেখার জন্য এক সঙ্গে ২০০ জনকে ঢোকার অনুমতি দেওয়া হবে।
দর্শনার্থীদের জন্য স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং এবং শারীরিক দূরত্ব বজায় রাখার যাবতীয় বন্দোবস্ত নেওয়া হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য সিসিটিভির নজরদারি চলবে।
একই দিনে খুলছে সায়েন্স সিটি। ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামেরর আওতাধীন এই দর্শনীয় স্থানটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে সাধারণের জন্য। আগে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকত সায়েন্স সিটি (Science City)।

কোভিডবিধি মেনেই ওই একই দিনে খুলে যাচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্য়ান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (Birla Industrial and Technological Museum) এবং ভারতীয় জাদুঘর (Indian Museum)।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি জায়গাতেই অনলাইন টিকিট ব্যবস্থা এবং অন্য়ান্য কোভিডবিধি মেনে চলার বিষয়গুলিতে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়তে পারেন: ভুবনেশ্বরের জেলে মৃত্যু আইকোর কর্তা অনুকূল মাইতির
কলকাতা
নারকেলডাঙার ছাগলপট্টিতে আগুন, হতাহতের খবর নেই
বাগবাজারের বস্তিতে আগুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের আগুন লাগল শহরের এক বস্তিতে।

খবরঅনলাইন ডেস্ক: বাগবাজারের বস্তিতে আগুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের আগুন লাগল শহরের এক বস্তিতে। সপ্তাহের প্রথম দিনেই এই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে কয়েকটি ঘর।
সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ নারকেলডাঙার (Narkeldanga) ছাগলপট্টির ঝুপড়িতে আগুন লাগে। ঘিঞ্জি বসতি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। ওই ঝুপড়িগুলিতে মূলত ছাগল প্রতিপালন করা হয়। তবে অগ্নিকাণ্ডের সময় ঝুপড়িগুলি খালি ছিলই বলে জানা গিয়েছে। সেই কারণেই এই ঘটনার হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
একেবারে থানার উলটোদিকে ঘটনাটি ঘটায়, দ্রুত চলে আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও। খবর দেওয়া হয় দমকলে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন ঘটনাস্থলে চলে আসে। শেষ পাওয়া খবরে, নিয়ন্ত্রণে এসে গিয়েছে আগুন।
স্থানীয়দের অভিযোগ খবর দেওয়ার অনেক পরে ঘটনাস্থলে আসে দমকল। যদিও সেই অভিযোগ মানতে চাননি দমকলের আধিকারিকরা।
আগুন লাগার কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে এমনটা হতে পারে। তবে এর পিছনে কারোর কোনও ষড়যন্ত্র রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কৃষক আন্দোলনে যোগ দেওয়া কংগ্রেস সাংসদ আক্রান্ত সিংঘুতে, পাগড়ি খুলে মারধরের অভিযোগ
কলকাতা
কালীঘাটে বস্তা ভরতি পোড়া টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দিনে দুপুরে কারা প্রকাশ্য রাস্তায় বস্তা ভরতি পোড়া টাকা ফেলে রেখে গেল?

কলকাতা: রবিবার দুপুরে কালীঘাটে বস্তাবন্দি পোড়া টাকা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
ঘটনায় প্রকাশ, মুখার্জিঘাটে ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া যায়। স্থানীয়রা জানান, বস্তা ভরতি পোড়া টাকা দেখতে উৎসাহী মানুষের ভিড় জমে যায়। পোড়া নোটের মধ্যে থেকে ভালো টাকা কুড়োতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে সেখান থেকে ভালো টাকা পাওয়া যায়নি বলেই জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, এখন সেটাই খতিয়ে দেখছে কালীঘাট থানার পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সব টাকাই কোনো না কোনো অংশে পুড়ে গিয়েছে। সবই আসল টাকা। বস্তার মধ্যে ছিল ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নোট।
আরেক বাসিন্দা জানান, আগুন জ্বালিয়ে বস্তার নোটগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। মুখে মুখে সেই খবর খুব দ্রুত খবর ছড়িয়ে পড়ে। এর পর এলাকায় ভিড় বাড়তে থাকে ক্রমশই।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে কালীঘাট থানার পুলিশ। পোড়া টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়। তবে কে বা কারা এ ভাবে টাকা ফেলে গেল, তা নিয়ে রহস্য এখনও কাটেনি। পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
আরও পড়তে পারেন: ১ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করবে রেল? সত্য জানুন এখানে
কলকাতা
বিড়ম্বনা কাটাতে মুখ্যমন্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন প্রধানমন্ত্রীর
“বাংলার পুণ্যভূমি দেশকে দেশপ্রেম শিখিয়েছে”, বলেন মোদী।

খবরঅনলাইন ডেস্ক: ‘জয় শ্রী রাম’ স্লোগানের জেরে ভিক্টোরিয়ার মঞ্চে বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতে যে বিজেপি শিবির প্রবল বিড়ম্বনায় পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই বিড়ম্বনা কাটাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বোন’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর পর নেতাজিকে নিয়ে বলতে শুরু করেন মোদী। শুরুতেই তিনি বলেন, “বাংলার পুণ্যভূমি দেশকে দেশপ্রেম শিখিয়েছে।” প্রধানমন্ত্রী যোগ করেন, “নেতাজির অনুপ্রেরণায় দেশ এগিয়ে যাচ্ছে। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা চাই না, স্বাধীনতা ছিনিয়ে নেব। নেতাজি আমাদের প্রেরণা, দেশের পরাক্রমের প্রতিমূর্তি। এই মহাপুরুষকে কোটি কোটি প্রণাম করছি, স্যালুট জানাচ্ছি।”
নেতাজি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ দিন বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনলেই মনে শক্তিসঞ্চার হয়। কলকাতা ছিল নেতাজির কর্মভূমি।”
মোদী আরও যোগ করেন, “দেশ সর্বদা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। নেতাজি বলতেন, আমাদের কেবল একটা ইচ্ছা থাকা উচিত। আমাদের ইচ্ছে থাকলেই ভারত এগিয়ে যাবে। আত্মনির্ভর হবে এ দেশ। উনি বলতেন, স্বাধীন ভারতের স্বপ্ন কখনও হারিও না। এমন কোনো শক্তি নেই যে ভারতকে আত্মনির্ভরত ভারত গড়া থেকে রুখবে।”
এ দিন নেতাজির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু, এস এন বোস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়দের নামও নেন মোদী।
তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সুক্ষ রাজনৈতিক চাল চাললেন মোদী।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
নেতাজি জয়ন্তীতে ‘জয় শ্রী রাম!’ ভিক্টোরিয়ার মঞ্চে উঠেও বক্তৃতা দিলেন না ‘অপমানিত’ মুখ্যমন্ত্রী
-
হাওড়া3 days ago
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
-
বিনোদন3 days ago
বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের, সঙ্গে সানি দেওল
-
রাজ্য3 days ago
মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে রাজভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়
-
রাজ্য3 days ago
তৃণমূলে যোগ দিলেন ২০১৬-য় কালনার বিজেপি প্রার্থী