Homeখবরকলকাতাসুবর্ণ বণিক সমাজ হলে অনুষ্ঠিত হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বার্ষিক সাধারণ...

সুবর্ণ বণিক সমাজ হলে অনুষ্ঠিত হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত

কলকাতা: ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। মধ্য কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে আয়োজিত ওই সভায় পেশ করা হল ক্লাবের বার্ষিক প্রতিবেদন ও ২০২৩-২৪ আর্থিক বছরের হিসাবনিকাশ। সদস্যরা সেই রিপোর্ট নিয়ে তাঁদের বক্তব্য জানালেন। পেশ করা হল ক্লাবের গঠনতন্ত্রের একটি সংশোধনী। ক্লাবের সাধারণ সম্পাদকের জবাবি ভাষণ এবং ক্লাব সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় সাধারণ সভা।

গত এক বছরে ক্লাবের প্রয়াত সদস্য, সংবাদজগতের সঙ্গে যুক্ত প্রয়াত সাংবাদিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রয়াত বিশিষ্ট মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন।

প্রারম্ভিক বক্তৃতায় সভাপতি ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। গত এক বছরে ক্লাব যে সব কর্মসূচি পালন করেছে, তা বুঝিয়ে বলেন তিনি। নারায়ণা হেল্‌থের সহযোগিতায় ক্লাব যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিল তার উল্লেখ করেন সভাপতি। ক্লাবের কর্মসূচিগুলিতে সক্রিয় ভাবে যোগ দেওয়ার জন্য তিনি ক্লাবের সদস্যদের প্রতি আন্তরিক আহ্বান জানান। তিনি বলেন, ক্লাব যতই বিভিন্ন অনুষ্ঠান করুক, ক্লাবের সদস্যরা সক্রিয় ভাবে এগিয়ে না এলে সেই সব অনুষ্ঠান পূর্ণতা পায় না।

সভাপতির ভাষণের পর ৪৫তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন। সেই কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর পর ২০২৩-২৪ আর্থিক বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক। ওই প্রতিবেদন নিয়ে আলোচনার জন্য তিনি উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানান।

কী ভাবে আরও বেশি করে জনসাধারণের মধ্যে ক্লাবের পরিচিতি বাড়ানো যায় তা নিয়ে ক্লাবের একাধিক সদস্য নানারকম প্রস্তাব দেন। সেই সব প্রস্তাবের মধ্যে রয়েছে ‘মিট দ্য প্রেস’, সেমিনার, সাংবাদিকতা নিয়ে কর্মশিবির, ক্লাবের সদস্যদের পরিবারবর্গকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা ইত্যাদি।

গত এক বছরে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান কতটা সফল হয়েছে তা জবাবি ভাষণে বিশদে বুঝিয়ে বলেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন। ক্লাবের বার্ষিক ক্রীড়া-অনুষ্ঠান কেন করা যায়নি তা-ও ব্যাখ্যা করেন তিনি। সাধারণ সম্পাদক বলেন, ক্লাবের সব উদ্যোগ তখনই সফল হয়ে ওঠে, যখন ক্লাবের সদস্যরা সেই উদ্যোগে দলে দলে শামিল হন। তবুও তিনি জানান, সমস্ত প্রস্তাব নথিভুক্ত করা হয়েছে। ক্লাবের কর্মসমিতির বৈঠকে এ নিয়ে বিশদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর সাধারণ সম্পাদক ২০২৩-২৪ আর্থিক বছরের হিসাবনিকাশ পেশ করেন এবং তা-ও গৃহীত হয়। ক্লাবের গঠনতন্ত্রের সংশোধনীটিও সর্বসম্মতিতে গৃহীত হয়।

ক্লাবের মুখপত্র ‘সাংবাদিক’ প্রকাশিত হয় বছরে তিনবার – জানুয়ারিতে বইমেলা সংখ্যা, জুনে বার্ষিক সাধারণ সভা সংখ্যা এবং আগস্টে প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা। এদিন ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ‘সাংবাদিক’-এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা সংখ্যা প্রকাশিত হয়।

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

নবমীর সন্ধ্যায় ধর্মতলায় ‘অন্য পুজো’র মঞ্চের সামনে মানুষের ঢল

কলকাতা: সক্কালেই হয়ে গিয়েছে সন্ধিপূজা। অষ্টমী পেরিয়ে নবমী পড়ে গিয়েছে সেই সাতসকালেই। আগামীকাল শনিবার...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত