Homeঅনুষ্ঠানসুবর্ণ বণিক সমাজ হলে অনুষ্ঠিত হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বার্ষিক সাধারণ...

সুবর্ণ বণিক সমাজ হলে অনুষ্ঠিত হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত

কলকাতা: ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। মধ্য কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে আয়োজিত ওই সভায় পেশ করা হল ক্লাবের বার্ষিক প্রতিবেদন ও ২০২৩-২৪ আর্থিক বছরের হিসাবনিকাশ। সদস্যরা সেই রিপোর্ট নিয়ে তাঁদের বক্তব্য জানালেন। পেশ করা হল ক্লাবের গঠনতন্ত্রের একটি সংশোধনী। ক্লাবের সাধারণ সম্পাদকের জবাবি ভাষণ এবং ক্লাব সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় সাধারণ সভা।

গত এক বছরে ক্লাবের প্রয়াত সদস্য, সংবাদজগতের সঙ্গে যুক্ত প্রয়াত সাংবাদিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রয়াত বিশিষ্ট মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন।

প্রারম্ভিক বক্তৃতায় সভাপতি ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। গত এক বছরে ক্লাব যে সব কর্মসূচি পালন করেছে, তা বুঝিয়ে বলেন তিনি। নারায়ণা হেল্‌থের সহযোগিতায় ক্লাব যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিল তার উল্লেখ করেন সভাপতি। ক্লাবের কর্মসূচিগুলিতে সক্রিয় ভাবে যোগ দেওয়ার জন্য তিনি ক্লাবের সদস্যদের প্রতি আন্তরিক আহ্বান জানান। তিনি বলেন, ক্লাব যতই বিভিন্ন অনুষ্ঠান করুক, ক্লাবের সদস্যরা সক্রিয় ভাবে এগিয়ে না এলে সেই সব অনুষ্ঠান পূর্ণতা পায় না।

সভাপতির ভাষণের পর ৪৫তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন। সেই কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর পর ২০২৩-২৪ আর্থিক বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক। ওই প্রতিবেদন নিয়ে আলোচনার জন্য তিনি উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানান।

কী ভাবে আরও বেশি করে জনসাধারণের মধ্যে ক্লাবের পরিচিতি বাড়ানো যায় তা নিয়ে ক্লাবের একাধিক সদস্য নানারকম প্রস্তাব দেন। সেই সব প্রস্তাবের মধ্যে রয়েছে ‘মিট দ্য প্রেস’, সেমিনার, সাংবাদিকতা নিয়ে কর্মশিবির, ক্লাবের সদস্যদের পরিবারবর্গকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা ইত্যাদি।

গত এক বছরে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান কতটা সফল হয়েছে তা জবাবি ভাষণে বিশদে বুঝিয়ে বলেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন। ক্লাবের বার্ষিক ক্রীড়া-অনুষ্ঠান কেন করা যায়নি তা-ও ব্যাখ্যা করেন তিনি। সাধারণ সম্পাদক বলেন, ক্লাবের সব উদ্যোগ তখনই সফল হয়ে ওঠে, যখন ক্লাবের সদস্যরা সেই উদ্যোগে দলে দলে শামিল হন। তবুও তিনি জানান, সমস্ত প্রস্তাব নথিভুক্ত করা হয়েছে। ক্লাবের কর্মসমিতির বৈঠকে এ নিয়ে বিশদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর সাধারণ সম্পাদক ২০২৩-২৪ আর্থিক বছরের হিসাবনিকাশ পেশ করেন এবং তা-ও গৃহীত হয়। ক্লাবের গঠনতন্ত্রের সংশোধনীটিও সর্বসম্মতিতে গৃহীত হয়।

ক্লাবের মুখপত্র ‘সাংবাদিক’ প্রকাশিত হয় বছরে তিনবার – জানুয়ারিতে বইমেলা সংখ্যা, জুনে বার্ষিক সাধারণ সভা সংখ্যা এবং আগস্টে প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা। এদিন ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ‘সাংবাদিক’-এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা সংখ্যা প্রকাশিত হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।