অগ্নিকাণ্ডের একমাস পর এবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে কলকাতার জনপ্রিয় শপিং মল। আগামী ৩ অগাস্ট থেকে খুলছে অ্যাক্রোপলিস মল, জানিয়েছেন মল কর্তৃপক্ষ। তবে দক্ষিণ কলকাতার এই শপিং মল জনসাধারণের জন্য খুললেও আরও কিছুদিন বন্ধ থাকবে একাধিক নামী রেস্তোরাঁ।
মঙ্গলবার অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, ৩ অগাস্ট থেকে অ্যাক্রোপলিস মলের ৯০ শতাংশ দোকান খুলছে। শপিং মলের ভিতর ফুড কোর্ট ও সিনেপলিস খুলবে প্রথমদিনেই। মেরামতির কাজ শেষ হলেও, হপিপোলা, চিলিস, টাইম জোন আরও কিছুদিন পর খুলবে। দমকলের তরফে ২৯ জুলাই মল খোলার বিষয়ে অনুমতি পাওয়া গিয়েছে। পুজোর ঠিক দুইমাস আগে অ্যাক্রোপলিস মল খুলতে চলেছে, যা শপিং প্রেমীদের জন্য একটি সুখবর।
প্রসঙ্গত, গত ১৪ জুন কসবার অ্যাক্রোপলিস মলের ভিতর ক্রসওয়ার্ড বুক স্টোরে আগুন লাগার ঘটনা ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে শপিং মল বন্ধ করা হয়। অগ্নিকাণ্ডের ফলে শপিং মলের বিস্তর ক্ষতি হয়েছে। এরপর পুরো শপিং মলকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাখা হয়। ২৫ জুন দমকল শপিং মলে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেয়। তারপরেই শুরু হয় মেরামতির কাজ।
মল কর্তৃপক্ষ জানিয়েছেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, এত দ্রুত মেরামতির কাজ শেষ করে পুনরায় মল খুলতে পারছি। আমরা দমকল এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞ যারা আমাদের সহায়তা করেছেন।”
শপিং মলের অধিকাংশ দোকান এবং ফুড কোর্ট পুনরায় খুলতে চলেছে, তবে হপিপোলা, চিলিস এবং টাইম জোন-এর মতো কিছু রেস্তোরাঁ আরও কিছুদিন পর খুলবে বলে জানানো হয়েছে।