খবর অনলাইন ডেস্ক: বর্ষশেষের দিনটিতে ভিড় সামাল দিতে ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর রূটে রাতের দিকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে তিনটি করে অতিরিক্ত সার্ভিস চলবে। যাত্রীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন।
বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে বছরের শেষের দিকে পার্ক স্ট্রিট-ধর্মতলা অঞ্চল মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে। এ বারেও তার ব্যত্যয় হয়নি। সাধারণ মানুষের অভিজ্ঞতা হল, এ বার যেন ভিড়টা তুলনামূলক ভাবে বেশি। মেট্রো সার্ভিস নিয়মিত ভাবে দক্ষিণেশ্বর পর্যন্ত চালানোর জন্যই এই ভিড় বেড়েছে বলে মনে করা হচ্ছে। মফস্সলের মানুষ আরও বেশি করে উৎসবমুখর কলকাতায় আসছেন।
অতিরিক্ত মেট্রোর সময়সূচি
৩১ ডিসেম্বর অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে এবং কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। দ্বিতীয় মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে রাত ১০টা ৩ মিনিটে, কবি সুভাষ থেকে রাত ১০টা ১০ মিনিটে। ত়ৃতীয় তথা শেষ বিশেষ মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে ১০টা ১৮ এবং কবি সুভাষ থেকে ১০টা ২৫ মিনিটে। দমদম এবং কবি সুভাষ থেকে রাতের যে শেষ মেট্রো রাত ১০টা ৪০ মিনিটে ছাড়ে তা যথারীতি ছাড়বে।
মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, ওই দিন অর্থাৎ মঙ্গলবার অন্যান্য লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।