কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আগামী রবিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউপিএসসি সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষার্থীদের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ১৬ জুন, রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে পাঁচটি অতিরিক্ত রেক চলবে।
মেট্রো পরিষেবা সাধারণত সকাল ৯টায় শুরু হয়। তবে ১৬ তারিখ পরিষেবা শুরু হবে সকাল ৭টায়।
দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ১৫ মিনিটে।
দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৭টায়।
রবিবার সাধারণত আপ-ডাউন মিলিয়ে ১৩০টি রেক চালানো হয়। তবে আগামী রবিবার সেই সংখ্যা বাড়িয়ে ১৩৮ করা হয়েছে।
দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ১৩৩টি রেক চলবে। আপ এবং ডাউন, দু’দিকেই ৬৯টি করে ট্রেন চলবে।
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আধ ঘণ্টার ব্যবধানে মেট্রো পাওয়া যাবে।
শেষ পরিষেবার সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পরীক্ষার্থীদের জন্য স্পেশাল মেট্রো চালানো হবে। তবে সাধারণ যাত্রীরাও এই মেট্রো ব্যবহার করতে পারবেন।
উৎসবের মরশুম, পরীক্ষা এবং ইডেনে খেলার দিনগুলিতে আগেও স্পেশাল মেট্রো চালানো হয়েছে।
আরও পড়ুন