কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ‘দ্রোহের কার্নিভাল’-এ সাংগঠনিক ভাবে যোগ দিতে যাচ্ছে মানবাধিকার সংগঠন এপিডিআর।
সংগঠনটি ঘোষণা করেছে যে, তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে কারণ তাদের মতে, ধর্ম নিরপেক্ষ দেশে সরকারের উদ্যোগে এবং জনগণের খরচে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা উচিত নয়। এটি সংবিধান এবং সংখ্যালঘুদের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মনে করছে এপিডিআর।
এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর বলেন, “আমাদের বক্তব্য হল সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা, রাজ্যজুড়ে নাগরিক প্রতিবাদ এবং জুনিয়র ডাক্তারদের লাগাতার অনশনের মধ্যে সরকারের তরফে ‘কার্নিভাল’ আয়োজন একটি অশ্লীল উদ্যোগ। আমরা এই অশ্লীলতার বিরুদ্ধে সরকারি কার্নিভালকে ধিক্কার জানাচ্ছি”।
রাজ্যবাসীকে ‘দ্রোহের কার্নিভাল’ সফল করার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে এপিডিআর।
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার বড় পুজোগুলির প্রতিমা নিয়ে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। ওই দিনই আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’।