Homeখবরকলকাতাঅ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে অভিযোগ, স্থায়ী অফিস , ২৪ ঘণ্টার কলসেন্টার চালুর...

অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে অভিযোগ, স্থায়ী অফিস , ২৪ ঘণ্টার কলসেন্টার চালুর নির্দেশ পরিবহণ মন্ত্রীর

অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ সমাধানে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে স্থায়ী অফিস ও ২৪ ঘণ্টার কলসেন্টার চালুর নির্দেশ দিয়েছেন।

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে যাত্রীদের নানা অসুবিধার সমাধানে উদ্যোগী হয়েছে পরিবহণ দফতর। সোমবার ময়দানে পরিবহণ দফতরের টেন্টে চার বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা ও অ্যাপ ক্যাব ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৈঠকে মন্ত্রী জানান, অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে স্থায়ী অফিস ও ২৪ ঘণ্টার জন্য কলসেন্টার চালু করতে হবে, যাতে যাত্রীরা সরাসরি অভিযোগ জানাতে পারেন।

পরিবহণমন্ত্রী বলেন, “অ্যাপ ক্যাব সংস্থাগুলির কোনও অফিস ছিল না। আমরা তাদের ওপর অফিস করার জন্য চাপ দিয়েছি। সরকারি নির্ধারিত ভাড়ার গাইডলাইন মেনে চলা ও কমিশন সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য আমরা আবার নোটিফিকেশন করব।”

বৈঠকে ক্যাব মালিক ও চালকদের বিক্ষোভের প্রসঙ্গে মন্ত্রী জানান, “আমরা এমন একটি পন্থা বের করার চেষ্টা করছি যাতে অ্যাপ ক্যাব সংস্থা ও গাড়ির মালিক বা চালকদের মধ্যে সমন্বয় রক্ষা করা যায়। যাতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকে।”

অনলাইনের সঙ্গে কলকাতা পুরসভার পার্কিং লটে ফের চালু হচ্ছে নগদ লেনদেন

ইউনিয়নগুলি অভিযোগ করে যে, অ্যাপ ক্যাব সংস্থাগুলি কোনও খবর না দিয়েই চালকদের আইডি ব্লক করে দিচ্ছে। মন্ত্রী জানান, ওলা-উবরের মতো সংস্থাগুলি যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অনেক চালকের আইডি ব্লক করেছে। বৈঠকে অ্যাপ ক্যাব সংগঠনগুলি দাবি করে যে, ব্লক হওয়া আইডিগুলি অবিলম্বে খুলে দেওয়া হোক, যাতে তারা আবারও পরিষেবায় যোগ দিতে পারে।

অনলাইন অ্যাপ ক্যাব অপারেটার্সের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, “অ্যাপ ক্যাব সংস্থাগুলির কাজকর্ম পরিচালনার পদ্ধতি নিয়ে যাত্রী ও চালক উভয়েরই সমস্যা হয়। আমরা এই বিষয় নিয়ে আমাদের কথা পরিবহণমন্ত্রীকে জানিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।”

এই উদ্যোগের ফলে আশা করা হচ্ছে যে, যাত্রী ও চালকদের সমস্যাগুলি দ্রুত সমাধান হবে এবং অ্যাপ ক্যাব পরিষেবা আরও উন্নত হবে।

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ছে ট্রেন সংখ্যা, কমছে সময়ের ব্যবধান, শেষ ট্রেন মিলবে আরও দেরিতে। যাত্রীদের জন্য বড় আপডেট ১৪ জুলাই থেকে।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।