আরজি কর হাসপাতালে সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার সকালে পুলিশের এক্স হ্যান্ডল থেকে এই তথ্য জানানো হয়। লালবাজার সূত্রে জানা যায়, হামলার ঘটনায় সমাজমাধ্যমের সহায়তায় পাঁচ জনকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে হামলা এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল নিজেই এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে। লালবাজারের তরফে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
হামলার ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করতে, বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশ একটি ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সমাজমাধ্যমে প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে হামলার ৫০টিরও বেশি ছবি দেওয়া হয়, যেখানে অভিযুক্তদের লাল গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। পুলিশের পোস্টে লেখা হয়, “যদি ছবির কারও পরিচয় সম্পর্কে আপনি কিছু জানেন, তাহলে অনুগ্রহ করে সরাসরি আমাদের জানান বা আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।”
আরজি কর-কাণ্ডে এআই ভুয়ো ভিডিওর অভিযোগ, বিরোধীদের কাঠগড়ায় তুললেন মমতা
শুক্রবারও পুলিশের এক্স হ্যান্ডলে অভিযুক্তদের ছবি পোস্ট করা হয়, যেখানে জনগণকে আবারও অভিযুক্তদের সনাক্ত করার জন্য সাহায্য চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ‘মেয়েদের রাত দখল’ নামে একটি কর্মসূচি চলছিল। সেই সময়েই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালানো হয়। জরুরি বিভাগের টিকিট কাউন্টার, হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওষুধের স্টোররুমসহ হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়। এমনকি, হাসপাতালের পুলিশ ফাঁড়ি এবং প্রতিবাদকারীদের মঞ্চও তছনছ করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়।