কলকাতা
‘মুক্তির মন্দির সোপানতলে’র কবি-গীতিকারকে শতবর্ষে স্মরণ করে উদযাপিত হল বেহালা বইমেলা
এখন শুধু শীতকালেই মেলাপার্বণ থেমে থাকে না। বিশেষ করে বইমেলা। বসন্ত সমাগমেও বইমেলার অস্তিত্ব টিকে থাকে। ফাগ-বসন্তের আবহে ব্লাইন্ড স্কুলের মাঠে চলল দশ দিনের বৃহত্তর বেহালা বইমেলা। সূচনা হয়েছিল ১৫ মার্চ। আয়োজক ছিল অথরস আর্টিস্টস পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার কর্নেল ভূপাল লাহিড়ী। বইয়ের সম্ভারের পাশাপাশি এই বইমেলায় সাজানো হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের […]


পাপিয়া মিত্র
এখন শুধু শীতকালেই মেলাপার্বণ থেমে থাকে না। বিশেষ করে বইমেলা। বসন্ত সমাগমেও বইমেলার অস্তিত্ব টিকে থাকে। ফাগ-বসন্তের আবহে ব্লাইন্ড স্কুলের মাঠে চলল দশ দিনের বৃহত্তর বেহালা বইমেলা। সূচনা হয়েছিল ১৫ মার্চ। আয়োজক ছিল অথরস আর্টিস্টস পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার কর্নেল ভূপাল লাহিড়ী।
বইয়ের সম্ভারের পাশাপাশি এই বইমেলায় সাজানো হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালিও। মাঝ-বসন্তে হঠাৎ হঠাৎ ঝড়জলের আবির্ভাবে বইমেলায় পাঠক-দর্শকের তেমন ভিড় না হলেও সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকের কমতি ছিল না। তার একটাই কারণ। বেহালায় সংস্কৃতি-চর্চা দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বইমেলায় সমবেত গান, শ্রুতিনাটক, নৃত্যানুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, বিশ্ব কবিতা দিবস, সংগীত প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই মেলার বয়স পাঁচ বছর। এ বার মেলায় ৪০টি স্টল ছিল। প্রকাশকরা ও বই-ব্যবসায়ীরা মূলত এসেছিলেন বেহালা ও সন্নিহিত অঞ্চল থেকে। বইমেলার পক্ষ থেকে যুগ্ম সম্পাদক ও মহিলা কমিটির সদস্য তুলিকা রায় জানালেন, দিল্লিতে আয়োজিত ‘হাজার কণ্ঠে’ গান করার পর থেকেই মাথায় কিছু পরিকল্পনা ছিল। তাই যখন জানা গেল এলাকারই কবি-গীতিকার মোহিনী চৌধুরীর এ বার শতবর্ষ, তখনই সিদ্ধান্ত হল তাঁর লেখা ও কৃষ্ণচন্দ্র দে-র সুরে গাওয়া গান শত কণ্ঠে পরিবেশন করার। ভাবনা পাকা হল। যোগাযোগ করা হল মোহিনী চৌধুরীর মধ্যম পুত্র দিগ্বিজয় চৌধুরীর সঙ্গে। এবং দিগ্বিজয়বাবু দু’টি গানের কথা জানালেন – ‘আজ কাশ্মীর হতে কন্যাকুমারী’ ও ‘মুক্তির মন্দির সোপানতলে’।

দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বইমেলা উদ্বোধন। নিজস্ব চিত্র।
১৫ মার্চ বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে ১২৬ জন কণ্ঠশিল্পীকে দিয়ে মোহিনী চৌধুরীর গান গাইয়ে শতবর্ষে এই কবি-গীতিকারের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেই গান দিয়ে মেলার শুরু। এবং এই কণ্ঠগুলিকে এক সূত্রে বাঁধার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী নমিতা বন্দ্যোপাধ্যায়।
নমিতাদেবীর অভিজ্ঞতা কেমন হল?
“‘হাজার কণ্ঠে’ তিন বার টিমলিডার হওয়ায় কিছু অভিজ্ঞতা তো ছিলই। আর এ বার বেহালা বইমেলায় ১২টি দলের ১২৬ জন কণ্ঠশিল্পীকে নিয়ে একক ভাবে কাজ করতে গিয়ে অনেক সমৃদ্ধ হলাম” – বললেন নমিতাদেবী। তিনি বলেন, সংগীত পরিচালনায় সহকারী হিসাবে তিনি পাশে পেয়েছেন কাকলি মজুমদার ও দেবাংশু মুখোপাধ্যায়কে। পরিবেশিত গানে শিল্পীদের কণ্ঠে ছিল আনন্দের ছোঁয়া। বইমেলার পক্ষ থেকে তুলিকা রায়ের নানা সাহায্য তাঁকে অনেক সুবিধা দিয়েছে।
কিন্তু এই বিশাল আয়োজনে এতগুলি শিল্পীকে একত্রিত করার কাজটি করলেন কে? অবশ্যই নাম করতে হয় বইমেলার মহিলার কমিটির সদস্য কাকলি মজুমদারের। কাকলি বললেন, বইমেলার সূচনাকাল থেকেই তিনি মেলার সঙ্গে জড়িয়ে থাকলেও সাংস্কৃতিক বিভাগে আছেন গত তিন বছর ধরে। বিচারক আনা, গান ঠিক করা – এ সব দায়িত্ব ছিল তাঁর উপরে। প্রথম মিটিং-এ যখন ঠিক হয়, শতকণ্ঠে সংগীত পরিবেশন করা হবে তখনই সিদ্ধান্ত হয় বেহালার সাংস্কৃতিক গোষ্ঠীগুলিকে আমন্ত্রণ জানানো হবে। ১২টি দলের মধ্যে ৮টি দলকে আনেন কাকলিদেবী। তিনি জানান, এ বারের বইমেলায় নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সংগীত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে মঞ্চ দেওয়া হয় সংগীত পরিবেশনের জন্য।
মাঝে মাঝে ভারী বর্ষণ ও পরীক্ষা দশ দিনের বইমেলায় অনেকটাই কমিয়ে দিয়েছে উপস্থিতির হার। হয়তো ক্ষতির পাল্লাটা নিচুই থাকছে বাণিজ্যিক দিকে দিয়ে দেখতে গেলে, এমনটিই জানালেন অথরস আর্টিস্টস পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কল্যাণ ঘোষ। বইমেলার মঞ্চে কবি-গীতিকার মোহিনী চৌধুরীর শতবর্ষ উদযাপনের পাশাপাশি বক্তৃতা, কবিতাপাঠ ও আলোচনার মাধ্যমে স্মরণ করা হল শতবর্ষের কবি সুভাষ মুখোপাধ্যায়কে, ১২৫ বছরের বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে এবং ’৪২-এর ভারত ছাড়ো আন্দোলনকে।
প্রতিদিন বিকেল ৪টে থেকে মেলা চলেছে রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত। লোকগানের মধ্য দিয়ে ২৪ মার্চ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
মেলার সভাপতি দুর্গাদাস মিদ্দ্যা জানালেন, প্রয়াসের খামতি ছিল না, কিন্তু আশানুরূপ ফল মেলেনি। প্রকাশকদের উপস্থিতি হতাশ করেছে। বেহালা অঞ্চলে পর পর তিনটি বইমেলা হওয়ায় প্রকাশকদের সঙ্গে ঠিকমতো যোগাযোগের একটা অভাব থেকে গিয়েছে। অবশ্য এটি যে তাঁর একান্তই ব্যক্তিগত মত তা জানাতে ভোলেননি দুর্গাদাসবাবু। তবে নিরপেক্ষ ভাবে দেখতে গেলে বলা যায় বেহালাবাসী মোহিনী চৌধুরীকে শ্রদ্ধা জানানো এবং তাঁকে জনসমক্ষে তুলে ধরার কাজে তাঁরা সফল হয়েছেন, এমনই বললেন দুর্গাদাসবাবু।

খবরঅনলাইন ডেস্ক: বিজেপির ব্রিগেডে যোগ দিতে কলকাতায় ৭ মার্চ আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই দু’দিনের কলকাতা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে রোড শো’র পাশাপাশি জনসভাতেও যোগ দিতে পারেন তিনি।
এখনও পর্যন্ত বিজেপি সূত্রে যা জানা গিয়েছে, অমিত আসবেন মঙ্গলবার। সে দিন কলকাতা জোনের ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি কর্মসূচি হবে উত্তর কলকাতায়। সেখানে একটি জনসভা করবেন অমিত। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে ওই যাত্রার সূচনা করেন তিনিই।
পরের দিন বুধবার দক্ষিণ কলকাতায় রোড-শো এবং সমাবেশ করতে পারেন অমিত। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, দক্ষিণে অমিতের সভা হবে হাজরা মোড়ে। তার আগে ভবানীপুরে হবে রোড-শো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র বিধানসভা কেন্দ্র ভবানীপুরে অমিতের রোড শো’র আয়োজন একটা বিশেষ তাৎপর্য এনে দিচ্ছে।
তবে শুক্রবার থেকে রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কমিশন জানিয়েছে এ বার রোড শো’র ক্ষেত্রে সর্বাধিক পাঁচটি গাড়ি ব্যবহার করা যাবে।
এ দিকে নবান্ন দখলের লড়াইয়ের জন্য হিন্দুত্বের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ যোগী আদিত্যনাথও আসতে পারেন রাজ্যে। ২ মার্চ মালদার গাজোলে সভা করার কথা তাঁর। অন্যদিকে, ৭ মার্চের ব্রিগেড সমাবেশের পর মোদীকে দিয়ে উত্তরবঙ্গেও সভা করাতে চাইছে বিজেপি।
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল
কলকাতা
শুধু দড়ি বেঁধে ম্যানহোলের কাজ করতে নেমে কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
বেশ কিছুদিন ধরেই কুঁদঘাট এলাকায় ম্যানহোল পরিষ্কারের কাজ চলছিল।

কলকাতা : উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া শুধুমাত্র দড়ি বেঁধে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল খাস কলকাতায়। মারা গেলেন চার শ্রমিক।
বেশ কিছুদিন ধরেই কুঁদঘাট এলাকায় ম্যানহোল পরিষ্কারের কাজ চলছিল। বৃহস্পতিবারও ওই এলাকায় কাজের জন্য ম্যানহোলের ভিতর নেমেছিলেন ওই চার শ্রমিক। বেশ খানিকক্ষণ ধরে তাঁরা কাজও করছিলেন। কিন্তু হঠাৎ জল চলে আসায় তোড়ে ভেসে যান ওই শ্রমিকরা।
এ দিন বেলা ১২টা নাগাদ শ্রমিকদের চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারা খবর দেন দমকল ও পুলিশে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল আধিকারিকরা। চারজনকে উদ্ধার করা গেলেও উদ্ধারের সময় তারা অচৈতন্য ছিলেন। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শ্রমিকদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুধুমাত্র দড়ি বেঁধে শ্রমিকরা ম্যানহোলের নিচে নেমেছিলেন। তাদের কাছে ছিল না কোন নিরাপত্তার সরঞ্জাম।
অভিযোগ উঠছে জল সরবরাহ বন্ধ না কারণে এই বিপত্তি ঘটেছে।
আরও পড়ুন : ব্যয় বেড়েছে পরিবহণে, এক ধাক্কায় অনেকটাই বাড়ছে প্রয়োজনীয় সামগ্রীর দাম
কলকাতা
কলকাতায় আসছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, টহল শুরু এ সপ্তাহেই
শনিবার রাজ্যে ১২ কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে

খবরঅনলাইন ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আর কিছু দিনের মধ্যেই কলকাতায় এসে পৌঁছোবে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই সপ্তাহ থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহল দেওয়া শুরু করার কথা তাদের।
লালবাজার সূত্রের খবর, এসএসবি-র তিন কোম্পানি কলকাতায় আসবে বিভিন্ন এলাকায় টহল দেওয়ার জন্য। শহরে আসার পরে তাদের রাখা হবে কাশীপুরের সেকেন্ড ব্যাটালিয়নের অফিসে এবং এ জে সি বসু রোডের পুলিশ ট্রেনিং স্কুলে।
সেখান থেকেই তাদের মোতায়েন করা হবে কলকাতা পুলিশের ন’টি ডিভিশনে। এক পুলিশকর্তা জানান, ৭২টি থানা এলাকার কোথায় কত বাহিনী সকালে ও বিকেলে রুট মার্চ করবে, তা ঠিক করবেন ডিভিশনাল ডেপুটি কমিশনারেরা।
উল্লেখ্য, শনিবার প্রথম দফায় রাজ্যে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধাননগর-সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই রুট মার্চ বা টহলদারি শুরু করেছে তারা। বীরভূমের নলহাটিতেও টহল দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় ওই আধাসেনার টহলদারি শুরু হতেই ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে।
নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের রাশ থাকবে পুলিশের হাতে। পুলিশই ঠিক করবে, কোথায় কোথায় রুট মার্চ করানো হবে। ভোট ঘোষণা না হলেও রাজনৈতিক হিংসা শহরের বিভিন্ন জায়গায় অল্পবিস্তর চলছে। গত সপ্তাহেই বেলেঘাটা এবং ফুলবাগান থানা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল দুই যুযুধান পক্ষের সংঘর্ষে। যাতে জখম হন এক পুলিশ অফিসারও।
আগামী বৃহস্পতিবার উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের কলকাতায় আসার কথা। রাজ্যের এবং কলকাতার পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক হবে তাঁর। লালবাজারের আশা, সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
তিন দিন পর মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ছ’হাজারের নীচে, ব্যাপক পতন সংক্রমণের হারেও
-
প্রযুক্তি3 days ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
দেশ18 hours ago
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল
-
কলকাতা2 days ago
শুধু দড়ি বেঁধে ম্যানহোলের কাজ করতে নেমে কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
-
প্রযুক্তি2 days ago
সোশ্যাল, ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কেন্দ্রের