Homeখবরকলকাতাদেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

২০২৩–২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক টেনেছে রাজ্যে। রাজ্য বিধানসভায় এই তথ্য জানিয়ে পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, গত বছরে বাংলায় পা রেখেছেন ৩২ লক্ষ বিদেশি পর্যটক, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। একমাত্র মহারাষ্ট্র ও গুজরাত এই তালিকায় বাংলার আগে রয়েছে।

এই সংখ্যা ২০২২–২৩ সালে ছিল ২৭.১ লক্ষ, আর ২০২১–২২ সালে মাত্র ১০.৪ লক্ষ। অর্থাৎ, কোভিড পরবর্তী সময়ে পর্যটনে বাংলা উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে।

মন্ত্রী জানান, ২০২৩–২৪ সালে দেশের মোট বিদেশি পর্যটক আগমনের ১৪.৮ শতাংশ ছিল পশ্চিমবঙ্গে। “এটা অত্যন্ত গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে বাংলা এখন দৃঢ় জায়গা করে নিয়েছে,” বিধানসভায় বলেন মন্ত্রী।

বাংলাদেশ নয়, ইউরোপ-অস্ট্রেলিয়ার পর্যটকই বেশি
রাজ্যে বিদেশি পর্যটকের বড় অংশ বাংলাদেশ থেকে আসে—এই ধারণা খণ্ডন করে ইন্দ্রনীল বলেন, “৩২ লক্ষ পর্যটকের মধ্যে মাত্র ১.৮ লক্ষ বাংলাদেশ থেকে। বাকি ২৭ লক্ষের বেশি পর্যটক এসেছেন ইউরোপ, রাশিয়া, ও অস্ট্রেলিয়া থেকে।”

বিশ্বনাথ করক (বিজেপি বিধায়ক)-এর প্রশ্নের উত্তরে এই তথ্য দেন মন্ত্রী।

দুর্গাপুজোই আন্তর্জাতিক আকর্ষণ

বিশেষ করে ইউনেসকো স্বীকৃত কলকাতার দুর্গাপুজো এখন অন্যতম আন্তর্জাতিক আকর্ষণ। ২০২৩ সালের মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত শহরে এসেছিলেন ৫ লক্ষেরও বেশি বিদেশি পর্যটক, যার মধ্যে কেবল পুজোর পাঁচ দিনে এসেছিলেন ২০ হাজারেরও বেশি আন্তর্জাতিক পর্যটক, জানান ট্রাভেল এজেন্টরা।

কানাডা, স্পেন, ইউরোপ, যুক্তরাজ্য থেকে পুজোর আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে বলেও জানান ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া-র অনিল পাঞ্জাবি।

হিমালয় নয়, পাহাড় মানেই এখন দার্জিলিং-কার্সিয়াং
দার্জিলিং ও কার্সিয়াং-এ বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে। জনপ্রিয় হয়ে উঠছে টি ট্যুরিজম

মানব সোনি, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য বলেন, “দার্জিলিং এখন শিমলা-মানালির থেকেও বেশি প্রেফারড ডেস্টিনেশন বিদেশিদের কাছে।”

পুরুলিয়া-বাঁকুড়ায় ইকো ট্যুরিজমের জোয়ার

একসময় বাংলার পর্যটন মানচিত্রে প্রান্তিক পুরুলিয়া ও বাঁকুড়া এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। অযোধ্যা পাহাড়ে সম্প্রতি চালু হওয়া ইকো-ট্যুরিজম সেন্টার ইতিমধ্যেই ৮৭% বুকিং পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এর সঙ্গে গঠিত হয়েছে পুরুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কাউন্সিল

পেশাদার ট্যুর গাইডেও বাংলা শীর্ষে

পর্যটনকে পেশাগত দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে ১,০২২ জন প্রশিক্ষিত ট্যুর গাইড তৈরি করেছে রাজ্য, যা দেশের মধ্যে সর্বাধিক।

নর্থইস্টের গেটওয়ে হিসেবে বাংলার গুরুত্ব

সিকিম, অসম, মেঘালয়ের মতো রাজ্যে যাওয়া বিদেশি পর্যটকদের জন্য বেঙ্গল এখন ট্রানজিট হাব। এছাড়াও, দীঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দির-এর মতো নতুন ধর্মীয় কেন্দ্রও পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠছে।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

পূজো আর শীতে পশ্চিমে নয়, ভ্রমণের গন্তব্য হোক পূর্বের দেশগুলি! নিরাপত্তার খাতিরে পরামর্শ ট্র্যাভেল এজেন্টদের

মিসাইল হামলা, এয়ারস্পেস বন্ধ এবং যুদ্ধের আতঙ্কে ইউরোপ-মার্কিন সফরে অনীহা, ট্যুর অপারেটরদের পরামর্শ—পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই হোক পূজো আর শীতের ভ্রমণ।

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ছে ট্রেন সংখ্যা, কমছে সময়ের ব্যবধান, শেষ ট্রেন মিলবে আরও দেরিতে। যাত্রীদের জন্য বড় আপডেট ১৪ জুলাই থেকে।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।