Homeখবরকলকাতারেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি তুলল বিজেপি, কী যুক্তি দিলেন...

রেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি তুলল বিজেপি, কী যুক্তি দিলেন শমীক ভট্টাচার্য

প্রকাশিত

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার কলকাতায় এসে শিয়ালদহ স্টেশন থেকে একগুচ্ছ নতুন পরিষেবা চালু করেন। এই উপলক্ষে স্টেশন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রেল পরিষেবার উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করেন মন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, শিয়ালদহ স্টেশনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্ল্যাটফর্ম ও রেল কোচ বাড়ানোর প্রয়োজন ছিল। সেই অনুযায়ী, এখন শিয়ালদহ স্টেশন থেকে দৈনিক তিন লক্ষ অতিরিক্ত যাত্রী চলাচল করতে পারবেন। এদিনে অনুষ্ঠানে রেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি রাখলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

তিনি জানান, শিয়ালদহ স্টেশনের নাম বদলে প্রখ্যাত সমাজসেবী এবং ভারতীয় রাজনীতির এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘‘দেশভাগের সময়, শিয়ালদহ স্টেশন ছিল বহু উদ্বাস্তু মানুষের জন্য একটি আশ্রয়স্থল। তাদের পুনর্বাসন ও সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন করে তাঁর নামে করা উচিত।”

রেলমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পেশ করা হয়। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘‘আমি বিষয়টি বিবেচনা করব এবং সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করব।’’ বিজেপির তরফে আশা করা হচ্ছে, শীঘ্রই এই বিষয়ে রেল মন্ত্রক থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শিয়ালদহ স্টেশন ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক স্টেশনগুলির মধ্যে একটি। ১৮৬২ সালে এই স্টেশনের যাত্রা শুরু হয় এবং ১৮৬৯ সালে মূল স্টেশন বিল্ডিং নির্মাণ করা হয়। কলকাতার পূর্ব অংশে অবস্থিত এই স্টেশন বহু স্মৃতির সাক্ষী। দেশভাগের সময় বহু উদ্বাস্তু মানুষ এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে মাথায় রেখেই বিজেপি এই নাম পরিবর্তনের দাবি জানিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শমীক ভট্টাচার্য তাঁর বক্তব্যে এই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেই সময় উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর এই অবদানকে স্মরণ রাখতেই শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের দাবি তোলেন বিজেপির রাজ্যর সভার সাংসদ।

বিজেপির এই প্রস্তাবকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে, নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে শহরের বিভিন্ন স্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিয়ালদহ স্টেশন যে শুধু একটি স্টেশন নয়, বহু বাঙালির আবেগ ও স্মৃতির প্রতীক, সেই দিকটি কীভাবে মূল্যায়ন করবে কেন্দ্র, সেটাই দেখার বিষয়।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবে পম্পা সেনশর্মার কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন

সাম্প্রতিকতম

খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রকল্প প্রচারে পড়ুয়ারা

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা। ছবি: রাজীব বসু বৃহস্পতিবার কলকাতার খিদিরপুর...

ধর্ষণ আইনে ‘বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: সম্প্রতি সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে 'বৈবাহিক ধর্ষণ'কে ধর্ষণ আইনে অপরাধ হিসেবে...

দুর্গোৎসব ২০২৪: জনাই-বাকসা চৌধুরী পরিবারে মা দুর্গা চতুর্ভুজা, প্রতিমার কাঠামোয় রয়েছেন কৃষ্ণ-রাধা

বাংলার বহু ইতিহাসের সাক্ষী সরস্বতী নদী। এই নদীর তীরেই পর্তুগিজরা একসময় বসতি গড়ে তোলে।...

মিলল না কোনওরকম রক্ষাকবচ, পঙ্কজ দত্তের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি...

আরও পড়ুন

খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রকল্প প্রচারে পড়ুয়ারা

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা। ছবি: রাজীব বসু বৃহস্পতিবার কলকাতার খিদিরপুর...

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবে পম্পা সেনশর্মার কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন

কলকাতা: পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন হল মঙ্গলবার। ক্যালকাটা...

রানি রাসমণির ২৩২তম জন্মবার্ষিকীতে ভারতীয় সংগ্রহালয়ে প্রতিকৃতির উন্মোচন

কলকাতা: ভারতীয় সংগ্রহালয়ে আজ, মঙ্গলবার লোকমাতা রানি রাসমণির ২৩২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতির আবরণ...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?