Homeখবরকলকাতাভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে এক আবর্জনা সংগ্রহকারী গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ তাদের কাছে বিস্ফোরণের খবর আসে। ঠিক তার আগে, দুপুর দেড়টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে।

পুলিশের মতে, ওই ব্যক্তি একটি সন্দেহজনক ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করেন, তখনই ব্যাগ থেকে প্রচণ্ড বিস্ফোরণ হয়। আহত ব্যক্তির ডান হাতের কব্জিতে গুরুতর চোট লেগেছে। তাঁকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।

বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে শুরু হয় তদন্ত। তবে, এখনো পর্যন্ত বম্ব স্কোয়াড ঘটনাস্থল থেকে আর কোনো বিস্ফোরক পদার্থ বা সন্দেহজনক বস্তু উদ্ধার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, তারা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং এলাকাটি সম্পূর্ণ নিরাপদ করার চেষ্টা চলছে।

তালতলা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কেন এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ব্যাগের ভেতরে থাকা কোনো বিস্ফোরক বা আতসবাজির মতো কিছুর বিস্ফোরণ ঘটেছে। তবে, বিস্ফোরণের প্রকৃতি এবং উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

এলাকাবাসীর মধ্যে এই বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তের পরই বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে জানানো হবে এবং এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।

ট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

এক অভিজ্ঞ ট্যুর অপারেটর বলেন, “যদি কোনও অফার খুব বেশি ভালো লাগে বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি ফাঁদ।”

চিংড়িঘাটায় যানজট মুক্তির পথে বড় পদক্ষেপ, রাস্তা সম্প্রসারণের আগে পুনর্বাসন শুরু কেএমডিএ-র

চিংড়িঘাটায় যানজট নিরসনে রাস্তা চওড়া করার পরিকল্পনা নিয়েছে কেএমডিএ। চারটি বহুতল ভাঙার আগে পুনর্বাসনের ব্যবস্থা শুরু হয়েছে। সুকান্তনগরে তৈরি হবে পাঁচতলা ভবন।