the apartment at purbachal
পূর্বাচলে সেই অ্যাপার্টমেন্ট। নিজস্ব চিত্র।

কলকাতা: শনিবার সকালে ই এম বাইপাসের কাছে পূর্বাচলের একটি অ্যাপার্টমেন্ট থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হল বৃদ্ধ দম্পতিকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বৃদ্ধ হাসপাতালে ভর্তি।

দম্পতির নাম সমীর রায় চৌধুরী ও রেণুকা রায়চৌধুরী। এঁরা এই অ্যাপার্টমেন্টে একাই থাকতেন। এঁদের একমাত্র পুত্র শুভজিৎ রায়চৌধুরী পুনেতে থাকেন। বেসরকারি সংস্থায় কাজ করেন। প্রতিবেশীরা বলেছেন, দু’ জনের মধ্যে অশান্তি লেগেই থাকত।

রাত দু’টো নাগাদ বৃদ্ধ হঠাৎ চিৎকার করতে শুরু করেন। ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা লাগানো ছিল না, ভেজানো ছিল। গ্রিল লাগানো থাকলেও চাবি দেওয়া ছিল না। ফলে রায়চৌধুরীদের ফ্ল্যাটে ঢুকতে প্রতিবেশীদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু ঘর ধোঁয়ায় ভর্তি ছিল। বৃদ্ধা পড়েছিলেন বাথরুমে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দম্পতিকে উদ্ধার করে। কিন্তু বৃদ্ধাকে বাঁচানো যায়নি। ফ্ল্যাটে কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন