বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা, বাসের ধাক্কায় জখম ২ পথচারী

0

কলকাতা: একেবারে বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা। রবিবার এক মহিলা-সহ দুই পথচারীকে ধাক্কা দিল বেসরকারি বাস।

প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুর ১টা নাগাদ বাসটি তখন ধর্মতলার দিকে যাচ্ছিল। সিগন্যাল ছাড়তেই এগিয়ে যায় বাসটি। সে সময়ই বেসরকারি বাসটি এক মহিলা-সহ ২ পথচারীকে ধাক্কা দেয়। বাসচালক সম্ভবত বুঝতে পারেননি, তাঁর বাসের সামনে দিয়ে দু’জন রাস্তা পারাপার করছেন।

এক দম বাসের ঘা ঘেষে রাস্তা পার হওয়ার চেষ্টা করার দরুণ,বাসটি চালতে শুরু করার সঙ্গেই এক জন প্রায় বাসের চাকার তলায় চলে আসেন। তিনি রাস্তায় পড়ে যান, কোমরে চোট লাগে। আরেক জনের পায়ে চোট লেগেছে। তৎক্ষণাৎ আহত দু’জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক জনকে (গুরুতর আহত) ট্যাক্সি করে, অন্য জনকে (ততটা গুরুতর নয়) অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

জানা গিয়েছে, বিড়লা তারামণ্ডলের সামনে যে বাসটি পথচারীদের ধাক্কা মারে, সেটি একটি ২১২ নম্বর রুটের বাস। ওই বাসের চালককে আটক করেছে পুলিশ। আহত দুই পথচারী এসএসকেএমের ট্রমাকেয়ারে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ৫৮ বছর বয়সি মহিলার আঘাত লেগেছে তুলনামূলক ভাবে বেশি।

আরও পড়তে পারেন:

বৈঠকে নেই গোয়ার ৭ কংগ্রেস বিধায়ক, বিজেপি-র সঙ্গে যোগাযোগ কয়েক জনের

বাবুল সুপ্রিয়কে বড়ো দায়িত্ব দিল তৃণমূল

আচমকা হাসপাতালে ভর্তি সুজিত বসু, কী এমন হল মন্ত্রীর

জোড়া ইস্যুতে বৈঠকে বসছে এনডিএ, থাকতে পারেন প্রধানমন্ত্রী মোদী

ভারত-সহ ৫ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করল ইউক্রেন, কেন এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট জেলেনস্কির

পুরুলিয়ায় জোড়া খুন, বাবা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার

বিজ্ঞাপন