কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দিল, আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে। এই নির্দেশের মধ্য দিয়ে হাই কোর্ট রাজ্য সরকারের হাতে থাকা সমস্ত তথ্য এবং সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যের পুলিশের অধীনে থাকা তথ্যপ্রমাণের উপর নির্ভর করে আরজি কর-কাণ্ডের তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হল।
গত শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চতুর্থ তলায় এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপরই রাজ্যজুড়ে শোরগোল ওঠে। জুনিয়র চিকিৎসকরা এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনে শামিল হন। তবে এই আন্দোলন শুধু আরজি করের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। এমনকি দেশের অন্যান্য হাসপাতালের চিকিৎসকরা আন্দোলনে সামিল হন।
ইতিমধ্যেই পুলিশ এক জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ থাকছে, পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় জনস্বার্থ মামলার মাধ্যমে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। হাই কোর্ট সেই দাবিকে মান্যতা দিয়ে সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ছুটিতে পাঠানোর নির্দেশ প্রধান বিচারপতির, বিকেলের ডেডলাইন
হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলির মধ্যে প্রধান দাবিগুলি ছিল একটি নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করানো, যারা রাজ্য সরকারের প্রভাবমুক্ত থাকবে। মামলাকারীরা আরও চান, সমস্ত সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। হাসপাতালের প্রতিটি তলার মূল প্রবেশপথে সিসিটিভি লাগানোর আবেদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।