Homeখবরকলকাতাসদস্যদের সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা

সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: রবিবার, ২৯ জুন ২০২৫, কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে সফলভাবে সম্পন্ন হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা। সদস্যদের উৎসাহী উপস্থিতি এবং প্রাণবন্ত আলোচনায় এ দিনের সভা হয়ে উঠল বিশেষ তাৎপর্যপূর্ণ।

সভা পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন। ক্লাবের সারা বছরের কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরে তিনি সদস্যদের উদ্দেশে বলেন, “নিয়মিত সদস্যদের অংশগ্রহণ ছাড়া কোনও উদ্যোগ সফল হতে পারে না। ক্লাবের আগামী দিনের সাফল্যের চাবিকাঠি সদস্যদের সক্রিয় ভূমিকা।”

ক্লাবের সাধারণ সম্পাদক ইমনকল্যাণ সেন সভার রিপোর্ট পেশ করেন এবং বলেন, “লিফট চালু হওয়ার পর থেকে ক্লাবের ছতলার ঘরে সদস্যদের আনাগোনা বেড়েছে। এখন ক্লাবের ঘর দোতলায় স্থানান্তরিত হওয়ায় আশা করছি সদস্যদের উপস্থিতি আরও বাড়বে। যাঁরা এখনও নিয়মিত আসেন না, তাঁদের কাছে আবেদন— এই ক্লাব আপনাদের, সক্রিয়ভাবে যুক্ত হোন।” প্রসঙ্গত, সম্প্রতি ক্লাব ছতলার ঘর থেকে দু’তলার ঘরে স্থানান্তরিত হয়েছে। 

meeting

আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা

বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট উপস্থাপনের পাশাপাশি সভায় সদস্যদের মুক্ত আলোচনা পর্বে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব
বিশেষ করে ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে আরও আকর্ষণীয় ও সমৃদ্ধ করার বিষয়ে সদস্যরা নানা মতামত দেন। সম্পাদক আশ্বাস দেন, “সকল প্রস্তাব কার্যকরী সমিতির বৈঠকে বিস্তারিত আলোচিত হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

নতুন কর্মসমিতি নির্বাচন

আগামী দু’ বছরের জন্য নতুন কর্মসমিতি নির্বাচিত হল এ দিনের বার্ষিক সাধারণ সভায়। ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কর্মসমিতির ২১ জন সদস্য সাধারণ সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু এ বার ২৪টি পদের জন্য ২৪টিই মনোনয়ন পত্র পড়ায় ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি। প্রান্তিক সেন, ইমন কল্যাণ সেন এবং সাধনা দাস বোস আগামী দু’ বছরের জন্য যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন।

প্রকাশিত হল ‘সাংবাদিক’-এর বার্ষিক সংখ্যা

সভা শেষে ক্লাবের মুখপত্র ‘সাংবাদিক’-এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা সংখ্যা, ২০২৫-এর আনুষ্ঠানিক প্রকাশ হয়।

সভাপতি প্রান্তিক সেন ধন্যবাদ জ্ঞাপন করে সকল সদস্যের অংশগ্রহণের প্রশংসা করেন। তাঁর মতে, “এই আলোচনাগুলি ক্লাবের ভবিষ্যৎ গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সদস্যদের আন্তরিক উপস্থিতি ও সুচিন্তিত মতামতের মাধ্যমে এবারের বার্ষিক সাধারণ সভা হয়ে উঠে প্রাণবন্ত।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ছে ট্রেন সংখ্যা, কমছে সময়ের ব্যবধান, শেষ ট্রেন মিলবে আরও দেরিতে। যাত্রীদের জন্য বড় আপডেট ১৪ জুলাই থেকে।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।