আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে রবিবার সন্ধ্যায় ১১ ঘণ্টা ধরে তল্লাশি চালাল সিবিআই। তল্লাশিতে অনেক নথি মিলেছে বলে সিবিআই আধিকারিকরা উপস্থিত সাংবাদিকদের জানান। আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এরই সঙ্গে সন্দীপ ঘোষের আমলে ওই প্রতিষ্ঠানে বিপুল আর্থিক নয়ছয়ের জে অভিযোগ উঠেছে, সে সম্পর্কেও তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইকে।
সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি করে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চান, তাঁরা কিছু পেয়েছেন কিনা। একজন আধিকারিক বলেন, “বহুৎ কুছ হ্যায় (অনেক কিছু আছে)।”
এ দিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় হাসপাতালের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সঞ্জয় বশিষ্ঠ এবং আরও ১৩ জনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
হাসপাতাল পরিচালনা এবং রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যাঁরা সরবরাহ করেন, তাঁদের বাড়ি এবং অফিসেও তল্লাশি চালায় সিবিআইয়ের দুর্নীতি প্রতিরোধ ইউনিট।
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়ে গিয়েছে। এবার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা।
ইতিমধ্যে রবিবার সন্দীপ ঘোষকে টানা জেরা করেন সিবিআই আধিকারিকরা। তাঁর বেলেঘাটার বাড়িতে এই জেরা পর্ব সকাল ৮টায় শুরু হয়। এ দিন সঞ্জয় বশিষ্ঠ এবং মেডিক্যাল কলেজের ফরেনসিক-মেডিসিন বিভাগের এক অধ্যাপককেও জেরা করা হয়।
আরও পড়ুন
আরজি করের ঘটনার পর রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে বাড়ছে নিরাপত্তার দাবি, সিসিটিভি ক্যামেরার আবেদন