আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তের গতি বাড়াতে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ দল। বুধবার সকালে ২৫ সদস্যের এই দল কলকাতা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে সিবিআইয়ের তদন্তকারীরা অভিযুক্তকে নিয়ে সিজিও কমপ্লেক্সে ফেরেন, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে।
সিবিআই সূত্রের খবর, এই দলে মেডিক্যাল বিশেষজ্ঞ এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন, যারা আরজি কর হাসপাতালের ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করছেন। হাসপাতালের সেই সেমিনার হলে, যেখানে চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, সেখানকার নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ, অভিযুক্তের ইয়ারফোন, নিহত চিকিৎসকের মোবাইল ও পোস্টমর্টেম রিপোর্ট বিশ্লেষণ করা হচ্ছে।
তদন্তের অগ্রগতির জন্য সিবিআইয়ের আরেকটি দল আরজি করের ছাত্র-ছাত্রী এবং কর্মীদের সঙ্গে কথা বলবে। সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করার চেষ্টা করবে তারা।
অন্যদিকে, সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আদালতে তোলার পর তার মোবাইলের অবস্থান এবং ঘটনার রাতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা। ঘটনার সময় কোনও তৃতীয় বা চতুর্থ ব্যক্তি উপস্থিত ছিলেন কিনা, সে বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।
আরজি করের চিকিৎসক খুনের তদন্তে দিল্লি থেকে আসছে সিবিআইয়ের বিশেষ দল, রাজ্যজুড়ে ডাক্তারদের কর্মবিরতি