কলকাতা হাইকোর্ট সম্প্রতি এক মামলায় জানিয়েছে, কোনও আবাসিক সম্পত্তিতে বাসিন্দার অনুমতি ছাড়া সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার এক মামলার শুনানিতে বলেন, যেহেতু টালিগঞ্জের ওই ফ্ল্যাটটি আবেদনকারী মহিলার দখলে রয়েছে, তাই তিনি ক্যামেরাগুলি বন্ধ করতে বা সরিয়ে ফেলতে পারেন।
টালিগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত, ক্যামেরা সরানোর প্রক্রিয়ায় যেন কোনও অশান্তি না হয়।
আবেদনকারী, যিনি একজন অভিনেতা ও নৃত্যশিল্পী, তাঁর অভিযোগ ছিল যে, তাঁর প্রাক্তন স্বামী ওই ফ্ল্যাটে সিসিটিভি বসিয়েছেন। ওই ফ্ল্যাটটি তিনি সহ-মালিকানা দাবি করেন, যদিও তার স্বামীর বোনের নামে মালিকানা স্থানান্তরিত করা হয়েছে বলে পরে জানতে পারেন। এছাড়াও, তিনি অভিযোগ করেন যে তাঁর শ্বশুরবাড়ির বাড়িতেও তাঁর ব্যক্তিগত কক্ষে সিসিটিভি বসানো হয়েছে।
স্বামীর আইনজীবী যুক্তি দেন, ফ্ল্যাটটি যেহেতু তাঁর বোনের দখলে রয়েছে তাই ক্যামেরা বসানোর অধিকার তার রয়েছে। কিন্তু পুলিশের রিপোর্টে বলা হয়েছে, আবেদনকারী মহিলা বর্তমানে টালিগঞ্জের ফ্ল্যাটে বসবাস করেন।
বিচারপতি ঘোষ বলেন, “সিসিটিভি স্থাপনের জন্য বাসিন্দার অনুমতি আবশ্যক। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা যাবে না।” তবে আদালত স্পষ্ট করেছেন, এই নির্দেশ শুধুমাত্র টালিগঞ্জের ফ্ল্যাটের জন্য প্রযোজ্য, অন্য কোনও বাড়ির জন্য নয়।
সব খবরের জন্য ক্লিক করুন