Home খবর কলকাতা খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রকল্প প্রচারে পড়ুয়ারা

খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রকল্প প্রচারে পড়ুয়ারা

0

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা। ছবি: রাজীব বসু

বৃহস্পতিবার কলকাতার খিদিরপুর ২৫ পল্লির পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৮০ বছরে পা দেওয়া এই পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এই বিশেষ উপলক্ষে পুজো উদ্যোক্তারা বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছিলেন। যেখানে স্কুলের ছাত্র-ছাত্রীরাও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে।

Screenshot 20241003 2007192

পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

এখানে এ বারের পুজোর থিম ‘পরিচারণ’। শিল্পী বিমল সামন্তর থিম ভাবনায় তৈরি হয়েছে এই মণ্ডপ, যেখানে পুরোনো খবরের কাগজ, মাউস, ফেলে দেওয়া সিপিইউ-এর যন্ত্রাংশ এবং অন্যান্য বাতিল বস্তু ব্যবহার করে তৈরি করা হয়েছে এক বিস্ময়কর শিল্পকর্ম। পুজো উদ্যোক্তারা বলছেন, এই থিম ও শিল্পকর্ম না দেখলে বোঝা যাবে না কীভাবে ফেলে দেওয়া জিনিস দিয়েও এমন কিছু অনন্য সৃষ্টি করা যায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version