Homeখবরকলকাতাআলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে বড়দিনের কার্নিভাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে বড়দিনের কার্নিভাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: বড়দিন আসতে এখনও পাঁচ দিন বাকি। কিন্তু কলকাতা মহানগরীতে শুরু হয়ে গেল বড়দিন উৎসব। প্রতি বছরের মতো এ বছরেও রাজ্য সরকারের উদ্যোগে আলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট। আর অ্যালেন পার্কে শুরু হয়ে গিয়েছে বড়দিনের কার্নিভাল। বৃহস্পতিবার ওই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

kolkata Xmas 2 19.12

অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী।

বড়দিনের কার্নিভাল উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি সম্প্রদায়েরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সকলকেই প্রয়োজন।”

ভারতীয় সংবিধানের জনক বাবাসাহেব অম্বেডকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গ চলে আসে মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। উৎসব উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তাতে তিনি স্তম্ভিত!

Kolkata Xmas 4 19.12

আলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট।

শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বড়দিনের ছুটি বাতিল নিয়েও কেন্দ্রীয় সরকারকে বেঁধেন। তাঁর অভিযোগ, আগে বড়দিন জাতীয় ছুটি হিসাবে গণ্য হত। বর্তমান কেন্দ্রীয় সরকার তা বাতিল করে দিয়েছে।

Kolkata Xmas 3 19.12

চলে এসেছেন সেলফি-শিকারিরা।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা কিন্তু বাতিল করিনি। আমরা ছুটি দিয়েছি। কারণ, ওই দিন সকলেই চায় পরিবারের সঙ্গে সময় কাটাতে। পরিবারের লোকেদের সঙ্গে বেরোতে। আমরা সব সম্প্রদায়ের উৎসব পছন্দ করি।’’

ছবি: রাজীব বসু

সাম্প্রতিকতম

মহামারীর আকার নিচ্ছে স্থুলতা, সিঙ্গারা, কচুরিতে কতো তেল— জানিয়ে সরকারি দফতরে বোর্ড লাগাতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে বাড়ছে স্থূলতা ও অসংক্রামক রোগ। তা রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ—সব সরকারি অফিসে বসুক ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’, ছাপা হোক স্বাস্থ্য-বার্তা। উদ্যোগের মূল লক্ষ্য সচেতনতা এবং সুস্থ জীবনযাপন।

‘যোগ্যতা বদল করে ছক ভাঙছে SSC’, হাইকোর্টে অভিযোগ বঞ্চিতদের—শুনানি শেষ, রায় আপাতত স্থগিত

এসএসসি-র নতুন নিয়োগপ্রক্রিয়া নিয়ে কলকাতা হাই কোর্টে ডিভিশন বেঞ্চে শুনানি শেষ। রায় স্থগিত। রাজ্য ও এসএসসি-র দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ, পাল্টা অভিযোগ বঞ্চিত চাকরিপ্রার্থীদের।

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ছে ট্রেন সংখ্যা, কমছে সময়ের ব্যবধান, শেষ ট্রেন মিলবে আরও দেরিতে। যাত্রীদের জন্য বড় আপডেট ১৪ জুলাই থেকে।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।