কলকাতা: বড়দিন আসতে এখনও পাঁচ দিন বাকি। কিন্তু কলকাতা মহানগরীতে শুরু হয়ে গেল বড়দিন উৎসব। প্রতি বছরের মতো এ বছরেও রাজ্য সরকারের উদ্যোগে আলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট। আর অ্যালেন পার্কে শুরু হয়ে গিয়েছে বড়দিনের কার্নিভাল। বৃহস্পতিবার ওই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী।
বড়দিনের কার্নিভাল উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি সম্প্রদায়েরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সকলকেই প্রয়োজন।”
ভারতীয় সংবিধানের জনক বাবাসাহেব অম্বেডকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গ চলে আসে মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। উৎসব উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তাতে তিনি স্তম্ভিত!

আলোকমালায় সেজেছে পার্ক স্ট্রিট।
শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বড়দিনের ছুটি বাতিল নিয়েও কেন্দ্রীয় সরকারকে বেঁধেন। তাঁর অভিযোগ, আগে বড়দিন জাতীয় ছুটি হিসাবে গণ্য হত। বর্তমান কেন্দ্রীয় সরকার তা বাতিল করে দিয়েছে।

চলে এসেছেন সেলফি-শিকারিরা।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা কিন্তু বাতিল করিনি। আমরা ছুটি দিয়েছি। কারণ, ওই দিন সকলেই চায় পরিবারের সঙ্গে সময় কাটাতে। পরিবারের লোকেদের সঙ্গে বেরোতে। আমরা সব সম্প্রদায়ের উৎসব পছন্দ করি।’’
ছবি: রাজীব বসু