আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর ফাঁসির শাস্তি দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ঘটনা ন্যক্কারজনক এবং অমানবিক। যেন নিজের পরিবারের কাউকে হারিয়েছি।”
মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি এই মামলায় ফাস্টট্র্যাক আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে বলেছেন। মমতা বলেন, “আমি ব্যক্তিগতভাবে ফাঁসির বিরোধী, কিন্তু কিছু কিছু ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজের সাহস না পায়।”
এই ঘটনায় আন্দোলনরত চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মমতা বলেন, “আমি ওদের দাবির সঙ্গে একমত। সরকারের উপর আস্থা না থাকলে, তাঁরা অন্য কোনও এজেন্সির দ্বারস্থ হতে পারেন, কারণ সরকারের লুকোনোর কিছু নেই।”
আরজি করের ঘটনায় সিভিক ভলান্টিয়ার যোগ? উত্তরে এড়িয়ে ‘জটিলতা’ বাড়়ালেন পুলিশ কমিশনার
এদিকে, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আরজি করের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের পক্ষে অবস্থান নিয়ে মমতা বলেছেন, “এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুততম সময়ে শাস্তি দেওয়া হবে।”
উল্লেখ্য, শুক্রবার আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। ধর্ষণ ও খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং একজনকে গ্রেফতারও করা হয়েছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে।