Homeখবরকলকাতা২ মাসের মধ্যে কলকাতায় সিএনজি সরবরাহের উন্নতি, জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

২ মাসের মধ্যে কলকাতায় সিএনজি সরবরাহের উন্নতি, জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: দুই মাসের মধ্যে কলকাতায় সিএনজি সরবরাহের উন্নতি হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সরকার গলসি থেকে কল্যাণী পর্যন্ত ২৫০ মিটার সিএনজি পাইপলাইন বসানোর কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এই পাইপলাইন বসানোর ফলে কলকাতায় প্রতিদিন ৫১ টন সিএনজি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

“গলসিতে সিএনজি পাইপলাইন বসানোর ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমরা আশা করি, দুই মাসের মধ্যে কল্যাণীতে সরবরাহ শুরু হবে। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল) কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে এটি তাদের প্রতিদিন কলকাতায় ৫১ টন সিএনজি সরবরাহ করতে সাহায্য করবে,” স্নেহাশিস চক্রবর্তী টাইমস অফ ইন্ডিয়াকে বলেন।

বর্তমানে, বিজিসিএল কেবলমাত্র ১৬ টন সিএনজি ট্রাকের মাধ্যমে কলকাতায় সরবরাহ করতে পারে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। কলকাতার সিএনজি চাহিদা বর্তমানে ৫১ টন। এই বছরের শেষ নাগাদ পাইপলাইনের মাধ্যমে সিএনজি সরবরাহ শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে।

অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে অভিযোগ, স্থায়ী অফিস , ২৪ ঘণ্টার কলসেন্টার চালুর নির্দেশ পরিবহণ মন্ত্রীর

এদিকে, সোমবার স্নেহাশিস চক্রবর্তী ওলা, উবের, ইনড্রাইভ ও র‍্যাপিডোর মত অ্যাপ-ক্যাব অ্যাগ্রিগেটর এবং অপারেটর ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। অপারেটররা সরকারের কাছে নির্দিষ্ট ভাড়া স্থাপনের অনুরোধ জানায়, যা যাত্রী ও অপারেটর উভয়ের জন্যই উপকারী হবে।

তবে, পরিবহণ দফতর অপারেটরদের স্পষ্ট জানিয়ে দেয় যে অ্যাপ-ক্যাব ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয় এবং তারা তাদের সিস্টেমে হস্তক্ষেপ করতে পারে না। “তারা এমন একটি সিস্টেম প্রদান করে যা যাত্রীদের জন্য অত্যন্ত উপকারী। এটি বাজারের প্রক্রিয়ার দ্বারা পরিচালিত হয়,” দফতর জানায়।

তবে, পরিবহণ মন্ত্রী অ্যাপ-ক্যাব অ্যাগ্রিগেটরদের ড্রাইভার পার্টনারদের নিবন্ধন ব্লক করার ক্ষেত্রে আরও যুক্তিসঙ্গত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তাদের শহরের স্থায়ী অফিস এবং ২৪ ঘণ্টার কল সেন্টার তৈরি করার কথা জানান।

সাম্প্রতিকতম

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

আরও পড়ুন

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।

ট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

এক অভিজ্ঞ ট্যুর অপারেটর বলেন, “যদি কোনও অফার খুব বেশি ভালো লাগে বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি ফাঁদ।”