পার্থ মিত্রকে ছেঁটে দ্বিতীয় দফায় ২৮ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের

0

কলকাতা: দ্বিতীয় দফায় কলকাতা পুরসভার ২৮টি ওয়ার্ডে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। শনিবার ৬৬টি ওয়ার্ডের প্রার্থীতালিকা প্রকাশের পর বেঁকে বসেছেন ৮ নম্বর ওয়ার্ডের বিদায় কাউন্সিলার পার্থ মিত্র। তাঁর পরিবর্তে নতুন প্রার্থীর নামও ঘোষিত হয়ে এ দিন। কলকাতা পুরসভার মোট ১২২টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস।

এক নজরে কংগ্রেস দ্বিতীয় দফার প্রার্থীতালিকা

তপন শীল (৮)

প্রার্থী নাগেশ সিংহ (২২)

উত্তম সোনকার (২৩)

বিক্রম সিংহ (২৫)

অমর সিংহ (২৬)

পুনম চৌধুরী (৩৮)

জ্বালা প্রতাপ সিংহ (৪১)

জাহিদ আনোয়ার (৪৪)

সন্তোষকুমার পাঠক (৪৫)

বাবু দেবনাথ (৬৭)

বিশ্বজিত্‍ ঘোষ (৬৯)

প্রসেনজিত্‍ সেন (৭২)

দেবপ্রসাদ মুখোপাধ্যায় (৭৩)

সৌমেন পাল (৭৬)

অনিমেশ ভট্টাচার্য (৮২)

রাজীব পাল (৮৩)

দ্বারকাকুমার ঘোষ (৮৬)

কালীনারায়ণ মুখোপাধ্যায় (৮৭)

কার্তিক দাস (৮৯)

সমীর সাহা (৯১)

চন্দন মুখোপাধ্যায় (৯২)

শম্পা ঘোষ (৯৩)

রবীন্দ্রনাথ ঘোষ (৯৫)

প্রহ্লাদ চক্রবর্তী (৯৭)

স্বপন বসু (৯৮)

মুনমুন দাস (৯৯)

লতা সাহা (১২৭)

দোলন দাস রাহা (১২৯)

শামসুদ বেগম (১৩৫)

মহব্বত খান (১৩৯)

রাজা মোল্লা (১৪০)

ওয়াসিম আনসারি (১৩৭)

*বন্ধনীতে ওয়ার্ড নম্বর

প্রসঙ্গত, গতকাল প্রকাশিত প্রার্থীতালিকায় নাম ছিল ৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পার্থ মিত্রর। শোনা যায়, ওই দিনই কংগ্রেসে যোগ দেন তিনি। তবে রবিবার তিনি জানিয়ে দিয়েছেন, “তৃণমূলেই আছি”।

আরও পড়তে পারেন:

কলকাতা পুরভোটে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের, টিকিট পেলেন ২ বিদায়ী তৃণমূল কাউন্সিলর

কংগ্রেসের প্রার্থীতালিকায় নাম, বিদায়ী কাউন্সিলর জানালেন, ‘তৃণমূলেই আছি’

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন