Homeখবরকলকাতানানা ধরনের ‘দীর্ঘসূত্রিতার’ কারণে আদালতের সময় নষ্ট হয়, স্বীকার দেশের প্রধান বিচারপতির

নানা ধরনের ‘দীর্ঘসূত্রিতার’ কারণে আদালতের সময় নষ্ট হয়, স্বীকার দেশের প্রধান বিচারপতির

প্রকাশিত

কলকাতা: শুক্রবার কলকাতা হাই কোর্টের এক অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেই মেনে নিলেন যে, আদালতের ছুটি এবং নানা ধরনের ‘দীর্ঘসূত্রিতা’ কারণে মামলাকারীদের সময় নষ্ট হয়। তিনি বলেন, ‘‘আমি যখন ইলাহাবাদ হাই কোর্টে ছিলাম, তখনই আমার এটা মনে হয়েছিল।’’

বিচারপতি চন্দ্রচূড় ইলাহাবাদ হাই কোর্টের একটি অভিজ্ঞতা তুলে ধরেন, যেখানে তিনি দেখেছেন, একজন বার সদস্যের মৃত্যু হলে আদালতের সারা দিনের কাজ বন্ধ রেখে ছুটি দিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘‘বারের সদস্যরা এ-ও বলতেন যে, কোনো বিচারবিভাগীয় কাজও সেদিন আর করা যাবে না। আমি বলব, এটা ভেবে দেখা দরকার যে, বারের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে গোটা সমাজকে কি ভুক্তভোগী করা দরকার?’’

এই বক্তব্যের মাধ্যমে প্রধান বিচারপতি দীর্ঘসূত্রিতা এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন যে, কলকাতা তাঁর ‘প্রিয় শহর’ এবং এখানে আসার আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে যান। তিনি বাংলায় অনেকটা বক্তৃতা দেন এবং জানান যে, বাংলা সিনেমা এবং সাহিত্য তিনি পড়েছেন ও দেখেছেন। 

প্রধান বিচারপতির এই বক্তব্য আদালতের দীর্ঘসূত্রিতা এবং এর প্রভাব নিয়ে নতুন করে ভাবনার সূত্রপাত করতে পারে। আদালতের কাজের গতি বাড়াতে এবং মামলাকারীদের ভোগান্তি কমাতে যা গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিকতম

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

আরও পড়ুন

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

তীব্র গরমের পর কলকাতায় স্বস্তির বৃষ্টি, দক্ষিণ ও উত্তরবঙ্গে কালবৈশাখীর সতর্কতা

কলকাতায় স্বস্তির বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কতা। কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

নববর্ষের কলকাতা: মিছিল, হালখাতা, মন্দিরে ভিড়—উৎসবের আমেজে মাতলো শহর

বাংলা নববর্ষে উৎসবের ছোঁয়ায় মোড়া কলকাতা। হালখাতা, মন্দিরে লক্ষ্মী-গণেশ পুজো আর রঙিন মিছিলের মধ্য দিয়ে শহরজুড়ে উদ্‌যাপন। রাজীব বসুর ক্যামেরায় ধরা পড়ল শহরের উৎসবের চিত্র।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে