Homeখবরকলকাতানানা ধরনের ‘দীর্ঘসূত্রিতার’ কারণে আদালতের সময় নষ্ট হয়, স্বীকার দেশের প্রধান বিচারপতির

নানা ধরনের ‘দীর্ঘসূত্রিতার’ কারণে আদালতের সময় নষ্ট হয়, স্বীকার দেশের প্রধান বিচারপতির

প্রকাশিত

কলকাতা: শুক্রবার কলকাতা হাই কোর্টের এক অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেই মেনে নিলেন যে, আদালতের ছুটি এবং নানা ধরনের ‘দীর্ঘসূত্রিতা’ কারণে মামলাকারীদের সময় নষ্ট হয়। তিনি বলেন, ‘‘আমি যখন ইলাহাবাদ হাই কোর্টে ছিলাম, তখনই আমার এটা মনে হয়েছিল।’’

বিচারপতি চন্দ্রচূড় ইলাহাবাদ হাই কোর্টের একটি অভিজ্ঞতা তুলে ধরেন, যেখানে তিনি দেখেছেন, একজন বার সদস্যের মৃত্যু হলে আদালতের সারা দিনের কাজ বন্ধ রেখে ছুটি দিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘‘বারের সদস্যরা এ-ও বলতেন যে, কোনো বিচারবিভাগীয় কাজও সেদিন আর করা যাবে না। আমি বলব, এটা ভেবে দেখা দরকার যে, বারের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে গোটা সমাজকে কি ভুক্তভোগী করা দরকার?’’

এই বক্তব্যের মাধ্যমে প্রধান বিচারপতি দীর্ঘসূত্রিতা এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন যে, কলকাতা তাঁর ‘প্রিয় শহর’ এবং এখানে আসার আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়ে যান। তিনি বাংলায় অনেকটা বক্তৃতা দেন এবং জানান যে, বাংলা সিনেমা এবং সাহিত্য তিনি পড়েছেন ও দেখেছেন। 

প্রধান বিচারপতির এই বক্তব্য আদালতের দীর্ঘসূত্রিতা এবং এর প্রভাব নিয়ে নতুন করে ভাবনার সূত্রপাত করতে পারে। আদালতের কাজের গতি বাড়াতে এবং মামলাকারীদের ভোগান্তি কমাতে যা গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রকল্প প্রচারে পড়ুয়ারা

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা। ছবি: রাজীব বসু বৃহস্পতিবার কলকাতার খিদিরপুর...

রেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি তুলল বিজেপি, কী যুক্তি দিলেন শমীক ভট্টাচার্য

বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় শিয়ালদহ স্টেশন থেকে একগুচ্ছ নতুন পরিষেবা চালু করেন। এই অনুষ্ঠানে বিজেপি শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি জানায়। রেলমন্ত্রী জানান, বিষয়টি বিবেচনা করবেন।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবে পম্পা সেনশর্মার কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন

কলকাতা: পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন হল মঙ্গলবার। ক্যালকাটা...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?