কলকাতা: এ বছর ৮০তম বর্ষে পা দিল ঢাকুরিয়ার ঐতিহ্যবাহী শ্রীশ্রী শ্যামাপুজো। মঙ্গলবার সন্ধ্যায় এই পুজোর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুজো কমিটি এবং স্থানীয়দের মধ্যে দেখা গেল বিশেষ আগ্রহ।

পুজো কমিটির এক সদস্য বলেন, ঢাকুরিয়া তরুণ মহলের শ্যামাপুজো কলকাতার অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো। প্রতিবছরই এই পুজোয় দর্শনার্থীদের ভিড় হয় এবং প্রতিমা দর্শন করার জন্য কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন।

এবছরও পুজো কমিটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ৮০তম বর্ষের এই পুজোকে উদযাপন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলায় কালীপুজোর ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন। পুজো কমিটিকে ধন্যবাদও জানান বর্ষীয়ান সাহিত্যিক।

ছবি: রাজীব বসু